ইমরান খান
পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটার থেকে বর্তমানে পাকিস্তানের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ইমরান খান। একদিকে, গত শতাব্দীর আটের দশক থেকে নয়ের দশকের গোড়া পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তিনি। অন্যদিকে, ২০১৮ সালের অগস্ট থেকে ২০২২-এর এপ্রিল পর্যন্ত ছিলেন দেশের প্রধানমন্ত্রী। লাহোরে জন্মালেও উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছিলেন ইমরান। অক্সফোর্ডের কেবল কলেজ থেকে স্নাতক হন। ১৯৭১ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে পা রেখেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। ১৯৯২ সাল পর্যন্ত খেলেছিলেন এবং তাঁকে ক্রিকেট দুনিয়ার সর্বকালের সেরা অলরাউন্ডারদের অন্যতম বলে মনে করা হয়। ১৯৮২ সালে অধিনায়ক হন তিনি। ১৯৯২ সালে তাঁর অধিনায়কত্বেই ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান।
ক্রিকেট ছাড়ার চার বছর পর, ১৯৯৬ সালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন ইমরান খান। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন তিনি। যদিও, প্রথম দেড় দশকে নির্বাচনী সাফল্য আসেনি। ২০০২ সালের সাধারণ নির্বাচনে মিয়ানওয়ালি আসন থেকে জয়ী হন ইমরান, ওই একটিই আসনে জিতেছিল পিটিআই। ২০০৮-এর সাধারণ নির্বাচন বয়কট করেছিল পিটিআই। ২০১৩-য় দ্বিতীয় বৃহত্তম দল হয়ে উঠেছিল। ২০১৮ সালের সাধারণ নির্বাচনে জিতে সরকার গঠন করে পিটিআই। ইমরান খান হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হিসেবে, তিনি বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ করলেও, অর্থনৈতিক অস্থিরতা এবং ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি তাঁর চেয়ার টলমল করে তোলে। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগও ওঠে। ২০২২ সালের এপ্রিলে, পাক সংসদে অনাস্থা ভোটে হেরে ইস্তফা দেন তিনি। এরপর, তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনা হয়। অন্তত তিনটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে তাঁর ১০ বছরের কারাদণ্ড হয়েছে। ২০২২-এর নভেম্বরে, পাক পঞ্জাবের ওয়াজিরাবাদে এক রাজনৈতিক সমাবেশে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল।