Imran Khan: জেলে বসে এত তরুণ-তরুণীর সমর্থন কীভাবে পাচ্ছেন ইমরান খান?

Imran Khan: অনেক ভোটার মনে করছেন, যা ফলাফল হয়েছে তাতে সামরিক বাহিনী ভয় পেতে শুরু করেছে। আবার কেউ কেউ ইমরান খানকে নেলসন ম্যান্ডেলার সঙ্গেও তুলনা করেছেন। তাঁরা বলছেন, নেলসন ম্যান্ডেলার মতো অনেক নেতাই জেলে কাটিয়েছেন।

Imran Khan: জেলে বসে এত তরুণ-তরুণীর সমর্থন কীভাবে পাচ্ছেন ইমরান খান?
ইমরান খানের সমর্থকেরাImage Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2024 | 3:41 PM

পাকিস্তান: ‘আমার জীবনের প্রথম ভোটটা ইমরান খানের জন্য দিতে পেরে আমি খুশি।’ এমনটাই বলছেন পাকিস্তানের ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রী, বছর ২১-এর নায়াবা আখতার। শুধু নায়াবা নন, এমন অনেক তরুণ-তরুণীই গর্বের সঙ্গে বলছেন, তাঁরা ইমরানকেই সমর্থন করেন। পাকিস্তানে যখন ভোট-উত্তাপ তুঙ্গে, তখন জেলে বন্দি রয়েছেন ইমরান খান। তবে তাতে তাঁর বা তাঁর দলের জনপ্রিয়তায় যে ঘাটতি পড়েনি, তা স্পষ্ট হয়ে যাচ্ছে ভোটের ফলাফলে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, একক দল হিসেবে নওয়াজ শরিফের পিএমএলএন এগিয়ে থাকলেও অধিকতর সংখ্যক নির্দল প্রার্থীরা যে জয়ী হচ্ছেন, তাঁরা ইমরান সমর্থিত। নির্দল প্রার্থীরা সব মিলিয়ে অন্য দলের থেকে এগিয়ে গেলেও ইমরান প্রধানমন্ত্রী হতে পারবেন কি না, সে নিয়েও প্রশ্ন রয়েছে একাংশের মনে। তা সত্ত্বেও সমর্থন বাড়ছে ক্রমশ।

কেন এই বিপুল সমর্থন? বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে সেনার প্রভাব আর বোধ হয় চাইছেন না পাকিস্তানের মানুষ, বিশেষত তরুণ প্রজন্ম। পাশাপাশি গত কয়েক মাস ধরে যেভাবে চরম মূল্যবৃদ্ধি হয়েছে পাকিস্তানে, তা নিয়েও কার্যত হতাশ সে দেশের একটা বড় অংশের নাগরিক। এরই মধ্যে আরও বিক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে ইমরান খানের তিন জেল হেফাজতের নির্দেশ। সব মিলিয়ে ভোট নিজের দিকে টানছেন ইমরান।

অনেক ভোটার মনে করছেন, যা ফলাফল হয়েছে তাতে সামরিক বাহিনী ভয় পেতে শুরু করেছে। আবার কেউ কেউ ইমরান খানকে নেলসন ম্যান্ডেলার সঙ্গেও তুলনা করেছেন। তাঁরা বলছেন, নেলসন ম্যান্ডেলার মতো অনেক নেতাই জেলে কাটিয়েছেন। অনেক কষ্ট পেয়েছেন। কিন্তু পরিবর্তন আসবেই।