Imran Khan: জেলে বসেই ‘খেলা’ ঘুরিয়ে দিলেন ইমরান! পাকিস্তানের মসনদে নওয়াজ নয়, কাপ্তান?
Pakistan Government: চলতি সপ্তাহের শুরুতেই শোনা গিয়েছিল, নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টোর দল জোট বেঁধে সরকার গঠন করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ। এদিকে, জেলে বসেই ইমরান খানও পাল্টা জাল দিয়েছে। তারাও প্রধানমন্ত্রীর পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে। এই পরিস্থিতিতেই আবার পাকিস্তানে নতুন মোড়।
ইসলামাবাদ: নির্বাচনের ফল প্রকাশ করতেই সময় লেগেছিল চারদিন। নির্বাচনের ফল প্রকাশেরও প্রায় এক সপ্তাহ হয়ে গেল, এখনও অবধি সরকার গঠন হল না পাকিস্তানে। চলতি সপ্তাহের শুরুতেই শোনা গিয়েছিল, নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টোর দল জোট বেঁধে সরকার গঠন করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। এদিকে, জেলে বসেই ইমরান খানও (Imran Khan) পাল্টা চাল দিয়েছে। তারাও প্রধানমন্ত্রীর পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে। এই পরিস্থিতিতেই আবার পাকিস্তানে নতুন মোড়। জল্পনা, পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-র সঙ্গে জোট গঠন করবে না পাকিস্তান পিপলস পার্টি। বরং ইমরান খানের দলের সঙ্গেই হাত মিলিয়ে জোট গঠন করবে বিলাওয়াল ভুট্টোর দল।
গত ৯ ফেব্রুয়ারিই নওয়াজ শরিফ ঘোষণা করেছিলেন, তাঁর ছোট ভাই, শাহবাজ শরিফ পিপিপি-র বিলাওয়াল ভুট্টোর সঙ্গে জোট নিয়ে আলোচনা করেছেন। সরকার গঠন করা হবে, প্রধানমন্ত্রী হবেন শাহবাজ শরিফ। মারিয়ান হবেন পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী। তবে এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই গল্পে নতুন মোড়। নওয়াজ শরিফের দল পিএমএল-এন, পিপিপির সঙ্গে জোট নিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। পিপিপি-ও অন্যদিকে পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন।
সূত্রের খবর, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই সম্প্রতিই ইমরান খানের সঙ্গে আদিয়ালা জেলে গিয়ে দেখা করেছেন। সেখানেই ইমরান খানের সঙ্গে চুক্তি হয়েছে। তারপরই ওমর আয়ুব খানকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক স্তর থেকেও চাপ আসায়, পিটিআই-কে বিরোধী বেঞ্চে বসাতে চাইছে না পাক সেনা। যেহেতু পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরাই অধিকাংশ আসনে জয়ী হয়েছে, তাই তারা বিক্ষোভ-প্রতিবাদে নামছে। এই প্রতিবাদ সামাল দেওয়া কঠিন হয়ে উঠছে। সেই কারণেই নওয়াজ শরিফের হাত ছেড়ে ইমরানের হাত ধরতে আগ্রহী বিলাওয়াল ভুট্টোর দল।