Pakistan Election Results: পিটিআই কর্মীদের উপরে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস! সরকার গঠনের আগেই আগুন জ্বলছে পাকিস্তানে

PTI Clash: নির্বাচনের ফল প্রকাশের দেরি হওয়া কেন্দ্র করে রাওয়ালপিন্ডি, লাহোর সহ একাধিক জায়গায় পিটিআই কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। করাচিতেও বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বেআইনি জমায়েত করলে কড়া পদক্ষেপ করা হবে বলেই হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। তবে সংঘর্ষে হতাহতের কোনও খবর মেলেনি।

Pakistan Election Results: পিটিআই কর্মীদের উপরে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস! সরকার গঠনের আগেই আগুন জ্বলছে পাকিস্তানে
বিক্ষোভ পিটিআই কর্মীদের।Image Credit source: AFP
Follow Us:
| Updated on: Feb 12, 2024 | 7:48 AM

ইসলামাবাদ: ভোটগ্রহণের তিনদিন পার করে অবশেষে প্রকাশ হল পাকিস্তানের নির্বাচনের ফলাফল। তবে সেই ফল ঘিরেও অনিশ্চয়তা কাটছে না। এরই মধ্যে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বাধল পিটিআই কর্মী-সমর্থকদের। রবিবার নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি হওয়াকে কেন্দ্র করেই বিক্ষোভে পথে নেমেছিল। বিক্ষোভকারীদের উপরই লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

নির্বাচনের ফল প্রকাশের দেরি হওয়া কেন্দ্র করে রাওয়ালপিন্ডি, লাহোর সহ একাধিক জায়গায় পিটিআই কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। করাচিতেও বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বেআইনি জমায়েত করলে কড়া পদক্ষেপ করা হবে বলেই হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। তবে সংঘর্ষে হতাহতের কোনও খবর মেলেনি।

পাকিস্তানের নির্বাচনে সবথেকে বেশি ভোট পেয়েছে ইমরান খানের পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা। ৯৩টি আসনে জয়ী হয়েছে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক পার করতে পারেনি। অন্যদিকে নওয়াজ শরিফের দল পিএমএল-এন পেয়েছে ৭৫টি আসন এবং বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি পেয়েছে ৫৪টি আসন। অন্যান্যরা ৩৮টি আসন পেয়েছে। পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা সরকার গঠন করতে চাইলেও, নওয়াজ ও বিলাওয়ালে দলই জোট গঠন করে সরকার গঠন করতে পারে পাকিস্তানে।

তবে এখনই আশা ছাড়তে রাজি নয় ইমরান খানের দল পিটিআই। পাকিস্তানের আইন অনুযায়ী যেহেতু নির্দলরা সরকার গঠন করতে পারে না, তাই আগামী কয়েকদিনের মধ্যেই নির্দলদের পিটিআই-তে যোগ দিতে বলা হবে। অন্যান্যদের সমর্থনে যদি সংখ্য়াগরিষ্ঠতার সংখ্যা পার করতে পারে, তবে সরকার গড়বে পিটিআই। সেক্ষেত্রে জেল থেকেই প্রধানমন্ত্রী বাছবেন ইমরান খান। পরবর্তীতে ইমরানকে জেল থেকে মুক্ত করার জন্য আদালতের দ্বারস্থ হবে পিটিআই।