Kim Jong Un: এ কেমন চেহারা! গোয়েন্দারা বলছেন এটাই কিম জং উন
North Korea: সত্যিই কি তিনি ২০ কেজি মেদ ঝরিয়ে ফেলেছেন, নাকি কিমের বদলে দেখা যাচ্ছে অন্য কাউকে। পুরো বিষয়টা নিয়ে মুখে কুলুপ এঁটেছে উত্তর কোরিয়া প্রশাসন।
পিয়ংইয়ং: বিশ্বের চোখে তিনি নায়ক না খলনায়ক, তা নিয়ে বিতর্ক আছে। তবে, কিম জং উন (Kim Jong Un) যে সবসময় চর্চার কেন্দ্রে থাকেন, তা বলাই বাহুল্য। কখনও মিসাইল উড়িয়ে ঘুম ছুটিয়ে দেন প্রতিবেশী দেশের, কখনও আবার আচমকা বেপাত্তাও হয়ে যান তিনি। প্রতিবেশী দেশের গোয়েন্দাদের নজরে থাকেন সবসময়। তবে এবার অন্য কারণে শিরোনামে এসেছেন উত্তর কোরিয়ার (North Korea) সর্বাধিনায়ক। ছবিতে দেখা যাচ্ছে একেবারে রোগা হয়ে গিয়েছেন তিনি। সূত্রের খবর, একধাক্কায় ২০ কেজি ওজন কমিয়েছেন তিনি।
তবে সত্যিই কি তিনি ২০ কেজি মেদ ঝরিয়ে ফেলেছেন, নাকি কিমের বদলে দেখা যাচ্ছে অন্য কাউকে। পুরো বিষয়টা নিয়ে মুখে কুলুপ এঁটেছে উত্তর কোরিয়া প্রশাসন। এখনও পর্যন্ত তাদের তরফে কিছু জানানো হয়নি। তবে গোয়েন্দা সূত্রে খবর, ২০ কেজি ওজন সত্যিই কমিয়ে ফেলেছেনল কিম জং উন।
২০১৯ সালে কিম জং উনের ওজন ছিল ১৪০ গ্রাম। তারপর থেকেই নাকি মেদ ঝরাতে শুরু করেছেন কিম। এখন তাঁর ওজন অনেকটাই কমে গিয়েছে বলেই দাবি করেছে দক্ষিণ কোরিয়া গুপ্তচর সংস্থা। সংস্থাটির তরফ থেকে বলা হয়েছে কিম বডি ডাবল ব্যবহার করেছেন, এটা পুরোপুরি গুজব। এর কোনও ভিত্তি নেই। গুপ্তচর সংস্থা আরও জানিয়েছে যে কিম বর্তমানে সুস্থই রয়েছেন। উত্তর কোরিয়ার নেতা এখন সুস্থ আছেন বলেই মনে করা হচ্ছে।
৩৭ বছরের কিম জং উন অতিরিক্ত মোটা ছিলেন। ধূমপানও করতেব ব্যাপক হারে। বেশ কয়েক বছর ধরে তিনি অসুস্থও হয়ে পড়ছিলেন। গত বছর তাঁর মৃত্যু হয়েছে বলেও জল্পনা শুরু হয়ে গিয়েছিল। তবে সে সব গুজব উড়িয়ে দিয়ে তিনি কয়েক মাস পরে প্রকাশ্যে এসেছিলেন। সূত্রের খবর সেই সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, তাঁর অপারেশনও হয়েছিল। তাঁদের পরিবারের হৃদরোগে আক্রান্ত হওয়ার ইতিহাসও রয়েছে। তবে বিগত মাসগুলিতে কিমের জনসমাক্ষে উপস্থিতির হার অনেকটাই কম।
আরও পড়ুন : COVID 19 : করোনায় গুরুতর অসুস্থদের ঝুঁকি অনেকটা কমিয়ে দিতে পারে অ্যান্টিডিপ্রেস্যান্ট ফ্লুভোক্সামিন
গত মাসে দেশের একটি অনুষ্ঠানে হাজির হলেও অনুষ্ঠানে কিম কোনও বক্তব্য রাখেননি। পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কোয়ারের বারান্দায় দাঁড়িয়ে প্যারেডে অংশগ্রহনকারী সৈন্যদের দিকে কেবল হাত নাড়েন তিনি। উত্তর কোরিয়ার শাসক কিমের মৃত্য়ু নিয়ে বারবার ধোঁয়াশা দেখা দিয়েছিল। বহুবার সমাজ মাধ্যমে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। বিশ্ব রাজনীতির অন্যতম বর্ণময় ও বিতর্কিত চরিত্র কিম জং উন। প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে কিমের দীর্ঘ শত্রুতার ইতিহাস রয়েছে। বিভিন্ন সময় তাঁর শত্রু রাষ্ট্রের ওপর পারমাণবিক অস্ত্র নিক্ষেপের কথা বলে সংবাদ শিরোনামে আসেন কিম।
আরও পড়ুন : India Vs China: এবার তিব্বতীয়দের লাল ফৌজের নিয়োগে উদ্যোগী চিন, মিলল না আশানুরূপ সাড়া