Lashkar-e-Taiba: বাড়িতেই গুরুতর আহত লস্করের সহ-প্রতিষ্ঠাতা, কী হয়েছে হামজার?
Lashkar-e-Taiba: আন্তর্জাতিক এই জঙ্গিই বাড়িতে কীভাবে আহত হলেন, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রথমে খবর ছড়ায় যে বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন হামজা। পরে জানা যায়, সেই খবর ভুয়ো।

লাহোর: লাহোরে নিজের বাড়িতেই গুরুতর আহত হলেন জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সহ-প্রতিষ্ঠাতা আমির হামজা। সূত্রের খবর, তড়িঘড়ি লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। লস্করের এই শীর্ষ নেতা এখন কেমন আছেন, তা জানা যায়নি। বাড়িতে তিনি কীভাবে আহত হলেন, তাও অজানা।
লস্কর প্রধান হাফিজ মহম্মদ সইদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী বছর ছেষট্টির আমির হামজা। জঙ্গি সংগঠন লস্করের প্রতিষ্ঠাতা সদস্য তিনি। জঙ্গি এই সংগঠনের একাধিক দায়িত্ব সামলেছেন। লস্করের প্রসারে তাঁর বড় ভূমিকা রয়েছে। আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্টের বক্তব্য অনুসারে, লস্করের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন হামজা। ২০১০ সাল পর্যন্ত এই জঙ্গি সংগঠনের সাপ্তাহিক খবরের কাগজের সঙ্গে যুক্ত ছিলেন। কাগজে লিখতেনও। ২০০৫ সালে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সে জঙ্গি হামলায় জড়িত হামজা। ২০১২ সালে তাঁকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করে আমেরিকা। দিন তিনেক আগে লস্করের অন্যতম শীর্ষ জঙ্গি আবু সইফুল্লাহকে পাকিস্তানে অজ্ঞাতপরিচয় আততায়ী গুলি করে খুন করে। ২০০৫ সালে বেঙ্গালুরুতে হামলায় হামজার পাশাপাশি জড়িত ছিলেন সইফুল্লাহও।
সইফুল্লাহর মৃত্যুর তিন দিনের মাথায় হামজা বাড়িতে কীভাবে আহত হলেন, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রথমে খবর ছড়ায় যে বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন হামজা। পরে জানা যায়, সেই খবর ভুয়ো। হামজার আহত হওয়ার কারণ নিয়ে কেউ মুখ খুলছে না। সূত্রের খবর, ISI-র কড়া নিরাপত্তায় হাসপাতালে চিকিৎসা চলছে হামজার। তাঁর শারীরিক অবস্থা নিয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি পাক প্রশাসন কিংবা লস্কর-ই-তৈবা। দিন তিনেক আগে লস্করের অন্যতম শীর্ষ জঙ্গি আবু সইফুল্লাহকে পাকিস্তানে অজ্ঞাতপরিচয় আততায়ী গুলি করে খুন করে। ২০০৫ সালে বেঙ্গালুরুতে হামলায়
ভারতে একাধিক জঙ্গি হামলায় জড়িত লস্কর-ই-তৈবা। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে যে জঙ্গি হামলা হয়, তাতেও তাদের হাত রয়েছে। ওই জঙ্গি হামলায় ২৬ জনক হত্যার পর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামে এক জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করে। টিআরএফ লস্করের ছায়া সংগঠন। জঙ্গি হামলার জবাব দিয়ে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর অভিযান চালায়। পাকিস্তানের মুদিরকেতে লস্কর-ই-তৈবার প্রধান ঘাঁটি গুঁড়িয়ে দেয়। সেই জঙ্গি সংগঠনেরই সহ-প্রতিষ্ঠাতার বাড়িতে আহত হওয়া নিয়ে নানা জল্পনা চলছে।

