সূত্রের দাবি, এই গোপন নথিই ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়া এক বিশাল মেডিকেল এমার্জেন্সি ঘোষণা করতে পারে। তার প্রস্তুতিই নেওয়া হচ্ছে। প্রয়োজনে যুদ্ধক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও পাঠানো হতে পারে। গোপন ওই নথিতে বলা হয়েছে, রাশিয়ার সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসক বিশেষজ্ঞদের যাবতীয় নথি রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকে পাঠাতে বলা হয়েছে। এরমধ্যে ট্রমা, হার্ট সার্জন, পেডিয়াট্রিক সার্জন, অ্যানেসথেটিক্স, রেডিয়োলজিস্ট, ইনফেকশিয়াস ডিজিজ স্পেশালিস্ট ও অপারেশন থিয়েটার সামাল দিতে সক্ষম নার্সদের নাম ও অন্যান্য নথি পাঠাতে বলা হয়েছে। যারা যুদ্ধক্ষেত্রে যাবে, তাদের ফেডেরাল সেন্টার অব মেডিকেল ডিজাস্টারের অধীনে টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।