AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cannabis: গাঁজা রাখা যাবে বাড়িতেই, সেবনেও রইল না বাধা; শুধু কিছু নিয়ম মানতে হবে…

Marijuana: ১৮ বছরের উপরে যাদের বয়স তারা ২৫ গ্রাম অবধি গাঁজা বহন করতে পারবেন। গাঁজা চাষ করতে চাইলে সেক্ষেত্রে বাড়িতে তিনটি মারিজুয়ানার চারা রাখতে পারেন। বাড়িতে রাখতে পারেন ৫০ গ্রাম পর্যন্ত গাঁজা। ইউরোপের দেশগুলির মধ্যে জার্মানি অত্যন্ত উন্নয়নশীল দেশ। মাল্টা, লুক্সেমবার্গের পর তৃতীয় দেশ, যারা গাঁজা চাষের আইনি সম্মতি দিল।

Cannabis: গাঁজা রাখা যাবে বাড়িতেই, সেবনেও রইল না বাধা; শুধু কিছু নিয়ম মানতে হবে...
গাঁজা রাখা যাবে বাড়িতে। Image Credit: TV9 Bangla
| Updated on: Apr 02, 2024 | 1:54 PM
Share

এবার জার্মানিতেও বৈধ হল গাঁজার চাষ। বাড়িতে রাখা যাবে গাঁজা, সেবনেও নেই নিষেধাজ্ঞা। তবে থাকছে কিছু শর্ত। সে দেশের পার্লামেন্টে এই সিদ্ধান্তের পর সোমবার থেকে আইন কার্যকর হয়। গত কয়েক বছরে জার্মানিতে হু হু করে বেড়েছে গাঁজা সেবনের প্রবণতা। অল্প বয়সীরা পর্যন্ত এই টানে ভেসেছে। আইন করে বেআইনিভাবে গাঁজার রমরমা রুখতে চায় সে দেশের সরকার। তাই বাড়িতে গাঁজা রাখার ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে বয়সের সীমা। স্কুল, খেলার মাঠ থেকে ১০০ মিটারের মধ্যে গাঁজা সেবন চলবে না। সকাল সাতটা থেকে রাত ৮টা অবধি পেডেস্ট্রিয়ান জ়োনে গাঁজা খাওয়া নিষিদ্ধ। ১৮ বছরের নিচে কেউ গাঁজা খেলে তাও দণ্ডনীয় অপরাধ বলেই গণ্য হবে।

১৮ বছরের উপরে যাদের বয়স তারা ২৫ গ্রাম অবধি গাঁজা বহন করতে পারবেন। গাঁজা চাষ করতে চাইলে সেক্ষেত্রে বাড়িতে তিনটি মারিজুয়ানার চারা রাখতে পারবেন। বাড়িতে রাখতে পারবেন ৫০ গ্রাম পর্যন্ত গাঁজা। ইউরোপের দেশগুলির মধ্যে জার্মানি অত্যন্ত উন্নয়নশীল দেশ। মাল্টা, লুক্সেমবার্গের পর তৃতীয় দেশ, যারা গাঁজা চাষের আইনি সম্মতি দিল। ২০২১ ও ২০২৩ সালে গাঁজা চাষ বৈধ হয় যথাক্রমে মাল্টা ও লুক্সেমবার্গে।

জার্মানিতে গাঁজা চাষ বৈধ হতেই মধ্যরাতে উদযাপনে নামল সে দেশের একটা অংশ। সেন্ট্রাল বার্লিনে দেড় হাজার মানুষ জমায়েত করেন মধ্যরাতে। কারও কারও হাতে দেখা গেল জয়েন্টও। সুখটান দিতে দিতেই রাতভর উদযাপনে মাতলেন গঞ্জিকাপ্রেমীরা। তবে দেশের মেডিক্যাল অ্যাসোসিয়েশনগুলির একটা অংশ এই সিদ্ধান্তের বিরুদ্ধে।