Mass Shooting: ভয়ঙ্কর! সাতসকালে বিশ্ববিদ্যালয়ে চলল গুলি, মৃত ৩, রক্তগঙ্গায় মিশল আততায়ীর রক্তও

Las Vegas: নেভাদা বিশ্ববিদ্যালয়ের বিম হলে, যেখানে বিজনেস স্কুল ও অন্যান্য বিভাগগুলি রয়েছে, সেখানে ঢুকে পড়ে বন্দুকবাজ। কমপক্ষে ৭-৮টি গুলি চালায়।  পরে স্টুডেন্ট ইউনিয়নেও গুলি চলার খবর আসে।  গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়ারা।

Mass Shooting: ভয়ঙ্কর! সাতসকালে বিশ্ববিদ্যালয়ে চলল গুলি, মৃত ৩, রক্তগঙ্গায় মিশল আততায়ীর রক্তও
আতঙ্কিত পড়ুয়ারা।Image Credit source: AP
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2023 | 8:13 AM

লাস ভেগাস: শীতের মিঠে রোদ পোহাতে বিশ্ববিদ্যালয়ের চত্বরে বসেছিল পড়ুয়ারা। হঠাৎ পিছনে আর্তনাদ। ঘুরে তাকাতেই দেখতে পেলেন, মাটিতে লুটিয়ে পড়ছে একের পর এক পড়ুয়া। মার্কিন মুলুকে ক্রমশ বেড়েই চলেছে বন্দুকবাজের হামলা। এবার বিশ্ববিদ্যালয়েও বন্দুকবাজের হামলা। লাস ভেগাসের এক বিশ্ববিদ্যালয়ে চলল গুলি। এখনও অবধি তিনজনের মৃত্যুর খবর মিলেছে। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। এদিকে, ওই বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে বলেই জানিয়েছে পুলিশ।

বুধবার লাস ভেগাস পুলিশের তরফে জানানো হয়েছে, নেভাদা বিশ্ববিদ্যালয়ের ক্য়াম্পাসে হামলা চালায় এক বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলিতে একাধিক ব্যক্তির মৃত্যু হয়। জখমও হন অনেকে। শেষ খবর অনুযায়ী, হামলা চালানোর পর অভিযুক্ত বন্দুকবাজ গুলি চালিয়ে নিজের প্রাণও নিয়ে নেয়। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি একজন।

লাস ভেগাস পুলিশের তরফে জানানো হয়েছে, নেভাদা বিশ্ববিদ্যালয়ের বিম হলে, যেখানে বিজনেস স্কুল ও অন্যান্য বিভাগগুলি রয়েছে, সেখানে ঢুকে পড়ে বন্দুকবাজ। কমপক্ষে ৭-৮টি গুলি চালায়।  পরে স্টুডেন্ট ইউনিয়নেও গুলি চলার খবর আসে।  গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের তরফে পড়ুয়াদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

হোয়াইট হাউসের তরফেও জানানো হয়েছে, লাস ভেগাসের পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে।