News9 Global Summit: শুধু তেল নয়, UAE-র সঙ্গে ভারতের সম্পর্ক আরও অনেকদূর এগিয়েছে, News9 শীর্ষ সম্মেলনে বললেন হরদীপ সিং পুরী
News9 Global Summit: পুরী বলেন যে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন। ইতিহাস, সংস্কৃতি সহ একাধিক কারণে উভয় দেশ একে অপরের সঙ্গে সম্পর্কে যুক্ত।

দুবাই: TV9 নেটওয়ার্ক দুবাইতে দ্বিতীয়বার News9 গ্লোবাল সামিটের আয়োজন করছে। আজ, বৃহস্পতিবার থেকে এই সামিট শুরু হল। রাজনীতিবিদ, ব্যবসায়ী থেকে শুরু করে প্রযুক্তি জগতের বিশেষজ্ঞরা, চলচ্চিত্র জগতের তারকারাও ওই সামিটে অংশগ্রহণ করেন।
আজ, এই সামিটের ভাষণ দেন ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী। আমরা জানি ক্রমবর্ধমান রফতানি এবং উৎপাদনের জন্য ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। ভারতের জ্বালানির চাহিদা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই আবহে হরদীপ সিং পুরী TV9-এর সামিটে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন এদিন।
পুরী বলেন যে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন। ইতিহাস, সংস্কৃতি সহ একাধিক কারণে উভয় দেশ একে অপরের সঙ্গে সম্পর্কে যুক্ত। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে সম্পর্ক অপরিশোধিত তেল বা অন্যান্য প্রয়োজনের চেয়ে অনেক বেশি এগিয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, দুই দেশের মধ্যে তিন বছরের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সম্পন্ন হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহি নির্মিত মন্দির প্রতিষ্ঠাকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে এটি কেবল ইউএই-র ধর্মনিরপেক্ষ চেতনার কারণেই সম্ভব হয়েছে। এছাড়াও, তিনি ইউএই-তে উপস্থিত ৩৫ লক্ষ ভারতীয়কে দুই দেশের সম্পর্কের একটি শক্তিশালী স্তম্ভ বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, গত বছর News9 গ্লোবাল সামিটের প্রথম সংস্করণের আয়োজন করা হয়েছিল জার্মানিতে। এবছর ইউএই-তে আয়োজিত এই শীর্ষ সম্মেলন দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে।
