Bangladesh: বাংলাদেশে কি ভোটের ঢাকে কাঠি পড়ছে? ইউনূসের সঙ্গে বৈঠকে বড় দাবি রাজনৈতিক দলগুলির
Bangladesh: এদিন বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। এদিন ২৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন। তার মধ্যে ২৪টি দল ডিসেম্বরে নির্বাচন করার দাবি জানায়।

ঢাকা: মাস দশেক আগে বাংলাদেশের হাল ধরেছিল অন্তর্বর্তী সরকার। এই দশ মাসে পদ্মা দিয়ে অনেক জল গড়িয়েছে। বাংলাদেশে নির্বাচন নিয়ে প্রথমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস নানা আশ্বাস দিয়েছিলেন। কিন্তু, দশ মাস কেটে গেলেও নির্বাচন নিয়ে কোনও ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি। ধীরে ধীরে রাজনৈতিক দলগুলির ক্ষোভ বেড়েছে। সোমবার ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলির বৈঠকে তারই বহিঃপ্রকাশ দেখা গেল। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য ইউনূসের কাছে দাবি জানাল বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল।
এদিন বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। এদিন ২৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন। তার মধ্যে ২৪টি দল ডিসেম্বরে নির্বাচন করার দাবি জানায়। এনসিপি নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সহমত প্রকাশ করে। প্রধান উপদেষ্টা ইউনূস জানান, বিভিন্ন বিষয়ে ঐকমত্য হলেও কিছু বিষয়ে দ্বিমত রয়েছে। নানা সংস্কার প্রয়োজন। সেগুলির পরই নির্বাচনের পক্ষে তিনি।
বৈঠকে অংশ নিয়েছিল বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বৈঠকে প্রায় সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে।
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব বলে উল্লেখ করে বিএনপির বর্ষীয়ান এই নেতা বলেন, “আজ সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য মতামত দিয়েছে। সংবিধান ছাড়া এমন কোনও নির্বাচন সংক্রান্ত সংস্কার নেই, যা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব নয়।” ডিসেম্বরের মধ্যে ভোট করা নিয়ে রাজনৈতিক দলগুলির চাপের পর ইউনূস কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার।





