Bangladesh: ‘ভীষণ অধৈর্য্য…’, খোঁচা ইউনূসের, জেনে-বুঝেই দেরি করাচ্ছেন নির্বাচনে?
Bangladesh Election: ইউনূস যখন নির্বাচন নিয়ে কথা বলছেন, সেই সময়ই বাংলাদেশে বিরাট মিছিল বের হল ইউনূসের উপরে চাপ তৈরি করতে। ঢাকায় যুবদের রাজনৈতিক অধিকারের দাবিতে বিশাল মিছিলের আয়োজন করেছিল বিএনপি।

ঢাকা: অনেক হল, এবার নির্বাচিত সরকার চাই বাংলাদেশে। এ কথা বলছে বাংলাদেশের বিক্ষুদ্ধ সাধারণ জনগণই। রাজনৈতিক চাপও ক্রমশ বেড়েই চলেছে। তবুও নিজের অবস্থানেই অনড় ইউনূস। ফের একবার বাংলাদেশের নির্বাচন নিয়ে একই বুলি শোনা গেল মহম্মদ ইউনূসের গলায়।
দেশের পর বিদেশে গিয়েও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস বললেন যে চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে পারে।
বর্তমানে জাপান সফরে রয়েছেন মহম্মদ ইউনূস। টোকিয়োয় একটি অনুষ্ঠানেই বাংলাদেশের নির্বাচনের দিনক্ষণ নিয়ে মুখ খুললেন। ইউনূস বলেন যে তাঁর অন্তর্বর্তী সরকার নির্বাচন ও সরকারি ব্যবস্থায় সংস্কার আনার কাজ করছে। এই সংস্কারের পরই চলতি বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জুন মাসের মধ্যে নির্বাচন হতে পারে।
ইউনূস বলেন, “নির্বাচন হলে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে। আমরা তাদের হাতে দায়িত্ব তুলে দেব। লোকজন নির্বাচন কবে হবে, প্রশ্ন করছে কারণ রাজনৈতিক নেতারা ভীষণ অধৈর্য্য ক্ষমতার আসনে বসার জন্য। আমি বেশ কিছু সময় ধরে তাদের প্রতিশ্রুতি দিচ্ছি। এই বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন হতে পারে। ৬ মাসের ব্যবধান রয়েছে, আমরা কত দ্রুত সংস্কার করতে পারি তার উপরই নির্ভর করছে। যদি সংস্কার ধীরগতিতে হয় এবং তার ফল খুব সামান্য হয়, তবে আমাদের বেশি সময় লাগবে। তবে তা অনন্তকাল ধরে চলতে পারে না। আমাদের ২০২৬ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ করতে হবে।”
এদিকে ইউনূস যখন নির্বাচন নিয়ে কথা বলছেন, সেই সময়ই বাংলাদেশে বিরাট মিছিল বের হল ইউনূসের উপরে চাপ তৈরি করতে। ঢাকায় যুবদের রাজনৈতিক অধিকারের দাবিতে বিশাল মিছিলের আয়োজন করেছিল বিএনপি। সেই মিছিলেও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করার দাবিই ওঠে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে নির্বাচন যেন পিছনো না হয়।
I often make a point that bears repeating: reforming individual mindsets is far more important than reforming texts or institutions on paper. After all, the constitution of North Korea proclaims the country to be the “Democratic People’s Republic of Korea.” The words may be… pic.twitter.com/Jz8AGQxYJf
— Tarique Rahman (@trahmanbnp) May 28, 2025
তারেক রহমান বলেন, “খাতায় কলমে বা প্রাতিষ্ঠানিক সংস্কারের তুলনায় একজনের চিন্তাভাবনায় সংস্কার আনা অনেক বেশি জরুরি। উত্তর কোরিয়াও দাবি করে যে তাদের দেশ গণতান্ত্রিক। শব্দটা থাকলেও, তা গণতন্ত্র বোঝায় না।”





