Illegal Entry: আমেরিকায় ‘অনুপ্রবেশ’ করতে গিয়ে গ্রেফতার ৯৭ হাজার ভারতীয়! চাঞ্চল্যকর রিপোর্ট
গত বছর অক্টোবর থেকে এ বছর সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকায় অবৈধ অনুপ্রবেশ করতে গিয়ে গ্রেফতার হওয়া ৯৭ হাজার ৯১৭ জন ভারতীয়ের মধ্যে ৩০ হাজার ১০ জন কানাডা সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন। বাকি ৪১ হাজার ৭৭০ জন মেক্সিকো সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছে।
ওয়াশিংটন: অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করেছিলেন ৯৬ হাজার ৯১৭ জন ভারতীয়। ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই রেকর্ড সংখ্যক ভারতীয় অবৈধভাবে আমেরিকায় ঢোকার চেষ্টা করে গ্রেফতার হয়েছেন। আমেরিকার কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশন সম্প্রতি এই তথ্য জানিয়েছে। গত পাঁচ বছরে অবৈধভাবে আমেরিকায় ঢোকার চেষ্টা বেড়েছে বলেও জানা গিয়েছে।
২০১৯-২০ সালে ১৯ হাজার ৮৮৩ জন ভারতীয় অবৈধ অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছিলেন। ২০২০-২১ সালে ৩০ হাজার ৬৬২ জন গ্রেফতার হন। ২০২১-২২ সালে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়ে হয় ৬৩ হাজার ৯২৭ জন। গত বছর অক্টোবর থেকে এ বছর সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকায় অবৈধ অনুপ্রবেশ করতে গিয়ে গ্রেফতার হওয়া ৯৭ হাজার ৯১৭ জন ভারতীয়ের মধ্যে ৩০ হাজার ১০ জন কানাডা সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন। বাকি ৪১ হাজার ৭৭০ জন মেক্সিকো সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছে।
এই অবৈধ অনুপ্রবেশকারীদের আবার চারভাগে ভাগ করে মার্কিন প্রশাসন। Accompanied Minors অর্থাৎ কারও সঙ্গে থাকা নাবালক-নাবালিকা, Individuals in a Family Unit অর্থাৎ পরিবারের সঙ্গে অনুপ্রবেশ, Single Adults অর্থাৎ একা পরিণত বয়স্ক এবং Unaccompanied Children অর্থাৎ সঙ্গীহীন শিশু। ২০২৩ অর্থবর্ষে অবৈধ অনুপ্রবেশকারীদের ৮৪ হাজারই সিঙ্গেল অ্যাডাল্ট বলে জানা গিয়েছে।