AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

News9 Global Summit: প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোদী, News9 গ্লোবাল সামিটে আজ কী কী চমক থাকবে?

News9 Global Summit: সম্মেলনের দ্বিতীয় দিনেও TV9 নেটওয়ার্কের এমডি-সিইও বরুণ দাসের বক্তব্যের মাধ্যমেই অনুষ্ঠানের সূচনা হবে। এরপরে জার্মানির খাদ্য ও কৃষিমন্ত্রী সেম ওজডেমি ভারত ও জার্মানির উন্নয়ন নিয়ে বক্তব্য রাখবেন। গ্রিন এনার্জি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল ইকোনমি ও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে আলোচনায় অংশ নেবেন ভারত ও জার্মানির নীতি নির্ধারকরা। ভারতের প্রতিরক্ষা শিল্প ও ইউনিকর্ন নিয়েও আলোচনা হবে।

News9 Global Summit: প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোদী, News9 গ্লোবাল সামিটে আজ কী কী চমক থাকবে?
নিউজ৯ গ্লোবাল সামিট।Image Credit: TV9 নেটওয়ার্ক
| Updated on: Nov 22, 2024 | 12:45 PM
Share

স্টুটগার্ট: জার্মানিতে বসেছে নিউজ৯ গ্লোবাল সামিটের আসর। ভারত ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার পাশাপাশি উন্নয়নের রোডম্যাপ নিয়েও আলোচনা হবে। দুই দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে ক্রীড়াবিদ, বিভিন্ন ক্ষেত্রের শীর্ষকর্তারা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। নিউজ৯ গ্লোবাল সামিটের প্রধান আকর্ষণ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

২১ নভেম্বর থেকে জার্মানির স্টুটগার্ট শহরের ঐতিহাসিক ফুটবল গ্রাউন্ড এমএইচপি অ্যারেনায় অনুষ্ঠিত হচ্ছে নিউজ৯ গ্লোবাল সামিট। সামিট চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। ভারতের জাতীয় সঙ্গীত ও তিরঙ্গা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানের প্রথম দিনে বক্তব্য রাখেন Tv9 নেটওয়ার্কের এমডি এবং সিইও বরুণ দাস। ভারত ও জার্মানির উন্নয়নের রোডম্যাপ নিয়ে তিনি আলোচনা করেন। বক্তব্য রাখেন ভিএফবি স্টুটগার্টের চিফ মার্কেটিং অফিসার রোভেন কাসপার। বক্তব্য রাখেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

TV9 নেটওয়ার্কের এমডি-সিইও বরুণ দাস, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও অশ্বিনী বৈষ্ণব।

সম্মেলনের দ্বিতীয় দিনেও TV9 নেটওয়ার্কের এমডি-সিইও বরুণ দাসের বক্তব্যের মাধ্যমেই অনুষ্ঠানের সূচনা হবে। এরপরে জার্মানির খাদ্য ও কৃষিমন্ত্রী সেম ওজডেমি ভারত ও জার্মানির উন্নয়ন নিয়ে বক্তব্য রাখবেন। গ্রিন এনার্জি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল ইকোনমি ও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে আলোচনায় অংশ নেবেন ভারত ও জার্মানির নীতি নির্ধারকরা। ভারতের প্রতিরক্ষা শিল্প ও ইউনিকর্ন নিয়েও আলোচনা হবে।

গ্লোবাল সামিটের দ্বিতীয় দিনে পোর্শে, মারুতি, সুজুকি, মার্সিডিজ বেঞ্জ, ভারত ফোর্স, ভারত ও জার্মানির অনেক ব্যবসা প্রতিষ্ঠান, ইন্দো জার্মান চেম্বার অফ কমার্স এবং ASSOCHAM-এর মতো বাণিজ্য সংস্থার প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ বিষয়ে চিন্তাভাবনা করবেন। তবে এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি  “ইন্ডিয়া: ইনসাইড দ্য গ্লোবাল ব্রাইট স্পট” শীর্ষক সম্মেলনে ভাষণ দেবেন।

তিনদিনব্যাপী সম্মেলনে ১০টিরও বেশি অধিবেশন হবে এবং ৫০ জনেরও বেশি বক্তা এতে অংশ নেবেন। এর মধ্যে টেক মাহিন্দ্রার হারশুল আসনানি, এমএইচপি-র স্টেফান বেয়ার এবং ইনস্টিটিউট অফ অ্যানথ্রোপোমেট্রিক্সের ডক্টর জান নিহুইস, মাইক্রোন ইন্ডিয়ার আনন্দ রামামূর্তি ‘এআই: অ্যাডভান্টেজ ইন্ডিয়া’ বিষয়ে আলোচনা করবেন। Quess Corp-এর অজিত আইজ্যাক, পিপলস্ট্রং-এর পঙ্কজ বানসাল, ডক্টর ফ্লোরিয়ান স্টেগম্যান, ফিনটিবার জোনাস মারগ্রাফ বিষয়ে তার মতামত রাখবেন। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের অজয় ​​মাথুর, ডক্টর বিভা ধাওয়ান, হিরো ফিউচার এনার্জি-এর রাহুল মুঞ্জাল, প্রিজিরো-এর ডক্টর জুলিয়ান হচচারফ এবং পিটার হার্টম্যান ‘ডেভেলপড বনাম ডেভেলপিং: দ্য গ্রিন ডাইলেমা’ বিষয়ের উপর চিন্তাভাবনা ভাগ করবেন।