Donald Trump: ‘নো কিং’ প্রতিবাদে উত্তাল আমেরিকা, নিজের মাথায় মুকুট পরালেন ট্রাম্প!
US Protest: অনাবাসী নীতি থেকে শুরু করে বিরোধী ও সংবাদমাধ্যমের উপরে আক্রমণ, ট্রাম্প প্রশাসনের আচরণ যেন রাজতন্ত্রের মতো। সেখানে রাজা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কর্মকাণ্ডের প্রতিবাদেই ওয়াশিংটন, বস্টন, আটলান্টা, শিকাগো, লস অ্যাঞ্জেলস সহ আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ দেখানো হয়।

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পথে নামল লাখ লাখ মানুষ। তাদের একটাই স্লোগান, আমেরিকায় কোনও রাজা থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন প্রশাসনের নীতির বিরুদ্ধে বিক্ষোভে নামেন তারা।
অনাবাসী নীতি থেকে শুরু করে বিরোধী ও সংবাদমাধ্যমের উপরে আক্রমণ, ট্রাম্প প্রশাসনের আচরণ যেন রাজতন্ত্রের মতো। সেখানে রাজা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কর্মকাণ্ডের প্রতিবাদেই ওয়াশিংটন, বস্টন, আটলান্টা, শিকাগো, লস অ্যাঞ্জেলস সহ আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ দেখানো হয়। মোট ২৫০০-রও বেশি মিছিল বের হয়। বিক্ষোভকারীদের হাতে পোস্টার, “প্রতিবাদের থেকে বড় দেশপ্রেম কিছু নেই”, ‘ফ্যাসিজম আটকাও’, ‘নো কিং’ ইত্যাদি।
WOW! Protesters created a HUGE human sign on San Francisco’s Ocean Beach reading “No Kings YES on 50” to support California’s Prop 50 and stand up against Donald Trump’s fascist regime pic.twitter.com/NbUnQk6ZZB
— Marco Foster (@MarcoFoster_) October 18, 2025
This is what democracy looks like. No Kings Protest and March in Austin TX, Oct 2025. A protest for the power of the people, support of the constitution, and NO KINGS since 1776 in America. #NoKings #Protest pic.twitter.com/q7X2DIj2HH
— 🤍 (@LoveRunandPray) October 18, 2025
এদিকে বিক্ষোভের মুখে পড়েও দমার পাত্র নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় মার-অ-লাগো রিসর্টে বসেই রিপাবলিকান নেতা বলেছেন তিনি রাজা নন। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি নিজের একাধিক ভিডিয়ো পোস্ট করেন যেখানে তাঁকে রাজার মুকুট পরে ফাইটার জেট ওড়াতে দেখা গিয়েছে। ফক্স নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ওরা আমায় রাজা বলছে। আমি রাজা নই।”
Trump posted an AI video of himself wearing a crown and dumping shit from a “King Trump” jet on No Kings protesters.
This is where we are as a country. pic.twitter.com/rnzUkJ4C4K
— PatriotTakes 🇺🇸 (@patriottakes) October 19, 2025
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও একটি ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে ট্রাম্প মাথায় রাজার মুকুট পরছেন। ন্যান্সি পেলোসি ও অন্যান্য ডেমোক্রাটরা তাঁর সামনে হাঁটু গেড়ে বসে আছে।
