Hafiz Saeed : ২৬/১১-র মূল চক্রী হাফিজকে ৩১ বছরের কারাদণ্ড দিল পাক অ্যান্টি-টেররিজ়ম কোর্ট
Hafiz Saeed : ২৬/১১ এর হামলার মূলচক্রী পাকিস্তানের জঙ্গি হাফিজ সইদকে ৩১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাকিস্তানের অ্যান্টি-টেররিজ়ম কোর্ট শুক্রবার এই নির্দেশ দিয়েছে।

ইসলামাবাদ : ২৬/১১ এর হামলার মূলচক্রী পাকিস্তানের জঙ্গি হাফিজ সইদকে ৩১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাকিস্তানের অ্যান্টি-টেররিজ়ম কোর্ট শুক্রবার এই নির্দেশ দিয়েছে। ৩১ বছরের কারাদণ্ডের পাশাপাশি জরিমানাও আরোপ করা হয়েছে। এর আগেও অ্যান্টি-টেররিজম কোর্ট তাঁকে জেলে পাঠিয়েছে।
কে এই হাফিজ সইদ?
পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা এর সহ সংগঠন হল হাফিজ সইদ। জামাত-উদ-দাওয়াহ জঙ্গি সংগঠনের প্রধান সে। এর আগেও পাকিস্তানের অ্য়ান্টি টেররিজম কোর্ট তাকে কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। ২০২০ সালে ১৫ বছরেরও বেশি সময়ের জন্য তাকে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মামলাতেও তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ ছিল। ২০০৮ সালের মুম্বই হামলার পিছনে মূল মাথা ছিল এই হাফিজ সইদের।
Pakistan anti-terrorism court sentences Lashkar-e-Taiba chief Hafiz Saeed to 31 years in jail: Pakistan media
(file pic) pic.twitter.com/ndrNG6dmzK
— ANI (@ANI) April 8, 2022
২৬/১১-র হামলার মূলচক্রী হাফিজ সইদ
২০০৮ সালের ২৬ শে নভেম্বর। ভারতের সকল দেশবাসীর কাছে একটি ভয়ঙ্কর দিন। বিস্ফোরণে কেঁপে উঠেছিল দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বই। ছত্রপতি শিবাজি টার্মিনাসের মতো ভিড়ে ঠাসা এলাকা, তাজমহল হোটেল এবং টাওয়ার, দ্য ওবেরয়, ট্রিডেন্ট এবং নারিমান হাউসে পরপর বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় প্রায় ১৭৪ নাগরিক মারা গিয়েছিলেন এবং ৩০০ জনেরও বেশি মানুষ জখম হয়েছিলেন সেদিনের একাধিক বিস্ফোরণে। আর এই হামলার পিছনে মাস্টার মাইন্ড ছিল হাফিজ সইদ।
জাতিসংঘ মনোনীত জঙ্গি
হাফিজ সইদ হল জাতিসংঘ মনোনীত জঙ্গি। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে তার মাথার দাম ১০ মিলিয়ন ডলার ধার্য করা হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ হাফিজ সইদকে বিশেষভাবে মনোনীত বিশ্বের জঙ্গি হিসেবে মনোনীত করেছে। তিনি ২০০৮ সালের ডিসেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১২৬৭ এর অধীনে তিনি অভিযুক্ত হয়।
আরও পড়ুন : Sri Lanka Crisis : ফের জ্বালানির ভাঁড়ার শূন্য হওয়ার শঙ্কা শ্রীলঙ্কায়, মাথায় হাত দ্বীপ রাষ্ট্রের
