AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমরা হিন্দুদের থেকে সম্পূর্ণ আলাদা…’, উসকে দিলেন ‘২ নেশন থিওরি’, ভারতীয় সেনা নিয়ে বিস্ফোরক মন্তব্য পাক সেনা প্রধানের

Pakistan: পাকিস্তানি সেনা প্রধান জেনারেল মুনির বলেন, "আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করত যে আমরা সব দিক থেকে হিন্দুদের থেকে আলাদা। আমাদের ধর্ম আলাদা। আমাদের রীতি-নীতি আলাদা, ঐতিহ্য আলাদা।"

'আমরা হিন্দুদের থেকে সম্পূর্ণ আলাদা...', উসকে দিলেন '২ নেশন থিওরি', ভারতীয় সেনা নিয়ে বিস্ফোরক মন্তব্য পাক সেনা প্রধানের
পাকিস্তানের সেনা প্রধান।Image Credit: PTI
| Updated on: Apr 17, 2025 | 3:29 PM
Share

ইসলামাবাদ: স্বাধীনতার ৭৫ বছর পর ফের একবার ‘টু নেশন থিওরি’ উসকে দিলেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির। পাকিস্তানিদের তাদের সন্তানদের শেখাতে বললেন যে হিন্দু ও মুসলিমদের বিভাজনের জন্যই দেশ ভাগ হয়েছে, পাকিস্তান তৈরি হয়েছে।

পাকিস্তানি সেনা প্রধান জেনারেল মুনির বলেন, “আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করত যে আমরা সব দিক থেকে হিন্দুদের থেকে আলাদা। আমাদের ধর্ম আলাদা। আমাদের রীতি-নীতি আলাদা, ঐতিহ্য আলাদা। চিন্তাভাবনা আলাদা, জীবনের লক্ষ্য-উদ্দেশ্য আলাদা…সেখান থেকেই দুই দেশের তত্ত্ব উঠে এসেছিল। এই বিশ্বাসের উপরই  তত্ত্ব গড়ে উঠেছিল যে আমরা দুটি ভিন্ন দেশ, এক নয়। আমাদের পূর্বপুরুষরা এর জন্য অনেক আত্মত্যাগ করেছে। আমার ভাই-বোনেরা এটা ভুলে যাবেন না। আপনাদের সন্তানদের বলা উচিত যে তারা যেন কখনও পাকিস্তানের (উৎপত্তি) কাহিনি না ভোলে।”

অনাবাসী পাকিস্তানিদের একটি অনুষ্ঠানে গিয়ে তাদের উদ্দেশে জেনারেল মুনির বলেন যে তারা দেশের রাষ্ট্রদূত। তাদের কখনও ভোলা উচিত নয় যে তারা উচ্চতর বিশ্বাস ও সংস্কৃতির অংশ।

প্রসঙ্গত, ১৯৪০-র দশকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলি জিন্নাহ প্রথম ‘টু নেশন থিওরি’ প্রস্তাব দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, মুসলিম ও হিন্দুরা দুটি ভিন্ন দেশের। সেই কারণে জিন্নাহ মুসলিমদের জন্য আলাদা দেশের দাবি করেছিলেন। জিন্নাহ-র এই চিন্তাধারা থেকেই ব্রিটিশ সরকার ১৯৪৭ সালে দেশভাগের প্রস্তাব দেয় এবং ভারত ও পাকিস্তান, দুটি রাষ্ট্র তৈরি হয়। পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের সুরক্ষা দেওয়ার শপথ নেয়।

পাক সেনা প্রধান আরও বলেন যে অনেকে ভয় পান সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য পাকিস্তান কোনও বিনিয়োগ পাবে না। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আপনারা কি ভাবেন জঙ্গিরা আমাদের ভবিষ্যৎ কেড়ে নিতে পারে? ১৩ লক্ষ ভারতীয় সেনা তাদের সমস্ত ক্ষমতা দিয়েও আমাদের ভয় দেখাতে বা দমাতে পারে না, আপনারা ভাবেন জঙ্গিরা পাকিস্তান সেনাকে দমন করতে পারে?”

পাকিস্তান সেনা বালোচিস্তানের আন্দোলনও কড়া হাতে দমন করবে বলেই হুঁশিয়ারি দেন জেনারেল মুনির। বলেন, “বালোচিস্তান পাকিস্তানের গর্ব। এত সহজে কেড়ে নিতে দেব? ১০ প্রজন্ম ধরে চেষ্টা করলেও, কাড়তে পারবেন না। ইনসাআল্লাহ, আমরা এই জঙ্গিদের শীঘ্রই দমন করব। পাকিস্তান ব্যর্থ হবে না।আমাদের অবস্থান খুব স্পষ্ট। আমাদের কাশ্মীরী ভাইদের আত্মত্যাগ ও পরিশ্রমকে বৃথা হতে দেব না।”