AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan: দম শেষ? ভারতীয় সেনা খোলাছুট পেতেই বাঙ্কার ফাঁকা করছে পাক সেনা, সরিয়ে ফেলল পতাকাও!

Pakistan: একাধিক রিপোর্টে দাবি, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি পোস্টগুলি ফাঁকা করে দিয়েছে পাক সেনা। তারা সীমান্ত থেকে সরে যাচ্ছে।

Pakistan: দম শেষ? ভারতীয় সেনা খোলাছুট পেতেই বাঙ্কার ফাঁকা করছে পাক সেনা, সরিয়ে ফেলল পতাকাও!
ফাঁকা পাকিস্তানি বাঙ্কার।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Apr 30, 2025 | 6:28 PM
Share

শ্রীনগর: যুদ্ধ জিগির তুলছে পাকিস্তান, মুখে বড় বড় বুলি, কিন্তু আদতে ভয়ে কাঁপছে পাক সেনা। সেই প্রমাণ মিলল আরও একবার। আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি পোস্ট ফাঁকা করে ফেলছে সে দেশের সেনাবাহিনী। এমনকী, পতাকাও সরিয়ে ফেলছে।

একাধিক রিপোর্টে দাবি, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি পোস্টগুলি ফাঁকা করে দিয়েছে পাক সেনা। তারা সীমান্ত থেকে সরে যাচ্ছে। অন্যদিকে, পাকিস্তানি রেঞ্জাররাও নিজেদের বাঙ্কার থেকে পাকিস্তানের পতাকা সরিয়ে নিয়েছে।

হঠাৎ কেন পাকিস্তান সেনা আন্তর্জাতিক সীমান্ত থেকে সরিয়ে নিচ্ছে বা পাকিস্তানের পতাকা খুলে নিচ্ছে, তার কোনও ব্যাখ্যা দেয়নি। তবে সূত্রের খবর, ভারত প্রত্যাঘাত করতে পারে, এই আশঙ্কাতেই পিছু হটছে পাক সেনা।

নেই পাকিস্তানি পতাকা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবারই সেনাস্তরীয় বৈঠকে ভারতীয় সেনাবাহিনীকে খোলাছুট দিয়েছেন। এরপর থেকেই পাকিস্তান ভয়ে মরছে যে ভারত যেকোনও সময় হামলা করতে পারে। পাক তথ্য ও সম্প্রচার মন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন যে ভারত ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে।

প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পরই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। ভারত আক্রমণ করলে পাকিস্তান পাল্টা জবাব দেবে, এই হুঙ্কার সে দেশের নেতা-মন্ত্রীরা দিলেও, আদতে পাক সেনা ভয়ে-আতঙ্কে রয়েছে। সীমান্তে উত্তেজনা বাড়ার ৪৮ ঘণ্টার মধ্যেই পাকিস্তান সেনার কমপক্ষে ২৫০ জন সেনা কর্তা ও আধিকারিক ইস্তফা দিয়েছেন। ২৫০০ সেনা ইস্তফা দিয়েছেন শারীরিক অসুস্থতা ও মানসিক চাপের কারণ দেখিয়ে।