AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিপদঘণ্টি বেজেই গেল! পাকিস্তানে ঘন ঘন সাইরেনের শব্দ, লেগে গেল যুদ্ধ?

Pakistan: গতবার বালাকোট এয়ারস্ট্রাইকের কথা মাথায় রেখেই তড়িঘড়ি আকাশপথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ভারতও পাল্টা জবাবে নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছে।

বিপদঘণ্টি বেজেই গেল! পাকিস্তানে ঘন ঘন সাইরেনের শব্দ, লেগে গেল যুদ্ধ?
পাকিস্তানে বাজছে সাইরেন।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: May 02, 2025 | 1:20 PM
Share

ইসলামাবাদ: ঘনঘন সাইরেন বাজছে। ভয়ে তটস্থ সবাই। কীসের জন্য সাইরেন বাজছে? যুদ্ধের ডঙ্কা নাকি! ভারত হামলা চালানোর আগেই ভয়ে কাত পাকিস্তান। জায়গায় জায়গায় বসানো হচ্ছে সাইরেন। ঘনঘন বাজছে সেই সাইরেন।

পাক সরকারের তরফেই খাইবার পাখতুনখাওয়ায় ২৯টি এলাকায় ৫০ টি সাইরেন বসানো হয়েছে। ভারতীয় সেনা যদি এয়ারস্ট্রাইক করে, তাহলে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য এই সাইরেন বসানো হয়েছে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই ধরনের পদক্ষেপ করেছে পাকিস্তান সরকার।

ভারত হামলা করতে পারে, এই আশঙ্কা গত সপ্তাহ থেকেই করছে পাকিস্তান। গতবার বালাকোট এয়ারস্ট্রাইকের কথা মাথায় রেখেই তড়িঘড়ি আকাশপথ বন্ধ করে দিয়েছে। ভারতও পাল্টা জবাবে নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছে।

তবে পাকিস্তান ভয় পাচ্ছে, যে কোনও মুহূর্তেই আঘাত হানতে পারে ভারত। সেই কারণে তারা সীমান্তে কখনও সেনা বাড়াচ্ছে, কখনও আবার সীমান্ত থেকে সেনা সরিয়ে নিচ্ছে। সেনার ভিতরেও উচাটন শুরু হয়েছে। খাইবার পাখতুনখায়ে তো প্রকাশে পুলিশের সঙ্গে বচসা করতে দেখা গিয়েছে।