Pakistan PM Viral Video: পুতিনকে দেখেই এ কী করলেন শেহবাজ শরিফ! SCO Summit-এ ‘হাসির পাত্র’ হল পাকিস্তান

SCO Meeting: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটে চলছিল রাষ্ট্রনেতাদের ফোটোসেশন। মাঝখানে দাঁড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একপাশে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, আরেক পাশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রথম সারিতেই দাঁড়িয়ে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও।

Pakistan PM Viral Video: পুতিনকে দেখেই এ কী করলেন শেহবাজ শরিফ! SCO Summit-এ হাসির পাত্র হল পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী এ কী করলেন?Image Credit source: X

|

Sep 01, 2025 | 9:42 AM

বেজিং: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিট এবার চিনে। সেখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। আর রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তবে এসসিও সামিটে শেহবাজ যা করে বসেছেন, তা নিয়ে রীতিমতো হাসির রোল উঠেছে। অনেকে আবার নির্লজ্জ বলেও খোঁটা দিয়েছে পাকিস্তানকে। কী এমন করেছেন তিনি?

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটে চলছিল রাষ্ট্রনেতাদের ফোটোসেশন। মাঝখানে দাঁড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একপাশে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, আরেক পাশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রথম সারিতেই দাঁড়িয়ে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও। তাঁর কর্মকাণ্ডই ভাইরাল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে ছবি তোলা শেষ হতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দৌড় মারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকে, তাঁর সঙ্গে হাত মেলাতে। তাঁর এই আচরণ নিয়েই হাসাহাসি, সমালোচনা শুরু হয়েছে। বাকি রাষ্ট্রনেতারা যেখানে পরিমিত, নম্র আচরণ করেছেন, সেখানেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে হাত মেলানোর জন্য এমন আচরণকে লজ্জার বলেই উল্লেখ করেছেন নেটিজেনরা।

ওই  ভিডিয়োয় দেখা যাচ্ছে, চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলতে বলতে হাঁটছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। এমন সময় পিছন থেকে দৌড়ে এসে পুতিনের সঙ্গে হাত মেলান। শি জিনপিং তখনই অন্যদিকে মুখ ঘুরিয়ে নেন।

উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও ২০২২ সালের এসসিও সামিটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামনে অস্বস্তিতে পড়েছিলেন শেহবাজ। সেবার দ্বিপাক্ষিক আলোচনা শুরু করার আগেই বারবার পাক প্রধানমন্ত্রীর কান থেকে ট্রান্সলেশন ডিভাইস খুলে পড়ে যাচ্ছিল, যা দেখে হেসে ফেলেন পুতিনও।