AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan: রাওয়ালপিন্ডির বাঙ্কারে লুকিয়ে আছেন পাক সেনাপ্রধান? কোথায় উধাও হলেন! জল্পনার মাঝেই সামনে এল একটি ছবি

Pakistan: পহেলগাঁও হামলার পর থেকে পাক সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনীর কোথায়, তা নিয়ে তৈরি হয় জল্পনা। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয় জোর চর্চা।

Pakistan: রাওয়ালপিন্ডির বাঙ্কারে লুকিয়ে আছেন পাক সেনাপ্রধান? কোথায় উধাও হলেন! জল্পনার মাঝেই সামনে এল একটি ছবি
ফাইল ছবিImage Credit: Getty Image
| Updated on: Apr 29, 2025 | 11:51 AM
Share

ইসলামাবাদ: অশান্তির আবহে পাকিস্তানে শতাধিক সেনা অফিসার ইস্তফা দিয়েছেন। কার্যত রণেভঙ্গ দিয়ে চলে যাচ্ছে একের পর এক পাক সেনা। পহেলগাঁও হামলায় ভারত জবাব দেওয়ার কথা বলতেই কি ইস্তফা দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে! সেই পরিস্থিতি সামাল দিয়ে প্রস্তুতি শুরু করেছে পাক সেনা। ভারতের ভয়ে যে পাকিস্তানে তাদের সেনাকে প্রস্তুত রাখছে, সে কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। কিন্তু এতসবের মাঝে প্রশ্ন উঠেছে, পাকিস্তানের সেনাপ্রধান কোথায়? হারিয়ে গেলেন নাকি!

পহেলগাঁও হামলার পর থেকে পাক সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনীর কোথায়, তা নিয়ে তৈরি হয় জল্পনা। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয় জোর চর্চা। কেউ বলেন, দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন আসিম মুনীর, কেউ বলেন, রাওয়ালপিন্ডিতে মাটির তলার বাঙ্কারে লুকিয়ে আছেন তিনি। এক্স মাধ্যমে ট্রেন্ডিং হয়ে যায় #MunirOut।

এই জল্পনার মাঝে সোমবার হঠাৎ একটি ছবি প্রকাশ করেছে পাক প্রধানমন্ত্রীর দফতর। সেই ছবিতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে রয়েছে আসিম মুনীরের ছবি।

অ্যাবোটাবাদে একটি গ্র্যাজুয়েশন সেরিমনিতে তাঁরা উপস্থিত ছিলে বলে উল্লেখ করা হয়েছে ওই পোস্টে। গ্রুপ ফটোতে দেখা যাচ্ছে তাঁদের দুজনকে। ছবিটি গত ২৬ এপ্রিল তোলা বলে উল্লেখ করা হয়েছে।

সোমবার যে রিপোর্ট এসেছে, তাতে দেখা যাচ্ছে, মাত্র ৪৮ ঘণ্টায় কমপক্ষে ২৫০ জন সেনা অফিসার ইস্তফা দিয়েছেন। শুধু তাই নয়, ইস্তফা দিয়েছে প্রায় ১২০০ পাক সেনা জওয়ান। এদিকে, পাক প্রতিরক্ষামন্ত্রী সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রতিবেশী ভারতের দিক থেকে সামরিক প্রত্যাঘাত আসতে পারে। তাই কৌশলগত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”