Pakistan: হটলাইনে বসার আগেই কেঁপে গেল পাকিস্তান!
Pakistan Earthquake: পরপর ভূমিকম্প হচ্ছে পাকিস্তানে। এর আগে শনিবার একইদিনে দুইবার ভূমিকম্প হয়েছিল। শনিবার সকাল ১০টা ৮ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়।

ইসলামাবাদ: কাঁপছে পাকিস্তান। তবে এবার ভারতের আতঙ্কে না, ভূমিকম্পে। আজ, সোমবার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬। এই নিয়ে এক সপ্তাহে ৬বার ভূমিকম্প হল পাকিস্তানে। এতেই সন্দেহ জেগেছে, পাকিস্তান গোপনে পরমাণু অস্ত্র নিয়ে কিছু করছে না তো?
ভারত-পাকিস্তান সংঘাত আবহে পাকিস্তান হুমকি দিয়েছিল পরমাণু হামলা করার। ভারত পাকিস্তানে মিসাইল দিয়ে যে আঘাত হেনেছে, তাও পাক পরমাণু কেন্দ্রের থেকে খুব বেশি দূরে নয়। ঘনঘন ভূমিকম্প হওয়ায় প্রশ্ন জেগেছে, পাকিস্তান কি পরমাণু অস্ত্র পরীক্ষা করছে? কিংবা আমেরিকার চাপে সেই অস্ত্র নিষ্ক্রিয় করছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, পাকিস্তানে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৬। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। তবে এই কম্পনে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
“EQ of M: 4.6, On: 12/05/2025 13:26:32 IST, Lat: 29.12 N, Long: 67.26 E, Depth: 10 Km, Location: Pakistan,” posts National Center for Seismology (@NCS_Earthquake). pic.twitter.com/F34yGzdDCq
— Press Trust of India (@PTI_News) May 12, 2025
পরপর ভূমিকম্প হচ্ছে পাকিস্তানে। এর আগে শনিবার একইদিনে দুইবার ভূমিকম্প হয়েছিল। শনিবার সকাল ১০টা ৮ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পs দুলে উঠেছিল ইসলামাবাদ, পেশোয়ার, মারদান, সোয়াট, নৌসেরা ও খাইবার পাখতুনখার একাধিক জায়গা।
Are testing another Nuke or US forcing to destroy all Nukes ?
Earthquake of magnitude 4.6 hit Pakistan at 1.26 pm (IST).
This is 6th Earthquake of similar magnitude is 1 week . pic.twitter.com/zLsv2qa8gY
— Vikram Pratap Singh (@VIKRAMPRATAPSIN) May 12, 2025
এর আগে শুক্রবার রাত ১টা ৪৫ মিনিট নাগাদও ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। তার আগে শুক্রবার বিকেল ৪টে নাগাদ খাইবার পাখতুনখায় ভূমিকম্প হয়। কম্পনের মাত্রা ছিল ৪.২।
প্রসঙ্গত, পাকিস্তান অত্যন্ত ভূমিকম্প প্রবণ। বালুচিস্তান, খাইবার পাখতুনখা ইউরেশিয়ান প্লেটের উপরে অবস্থিত। পঞ্জাব এবং পাক অধিকৃত কাশ্মীর ভারতীয় প্লেটের উপরে অবস্থিত। এই দুই প্লেটের সংঘর্ষেই ঘনঘন ভূমিকম্প হয় আফগানিস্তান-পাকিস্তানে।

