India-Pakistan Tension: ‘যুদ্ধ চাই না, শান্তি চাই’, ভারতের কাছে মাথা নত করতেই হল পাকিস্তানকে

India-Pakistan Tension: ভারতের কাছে কার্যত মাথা নত পাকিস্তানের। উল্টো সুর গেয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দর বললেন, পাকিস্তান পিছু হটতে রাজি।

India-Pakistan Tension: যুদ্ধ চাই না, শান্তি চাই,  ভারতের কাছে মাথা নত করতেই হল পাকিস্তানকে
প্রতীকী চিত্র।Image Credit source: TV9 বাংলা

|

May 10, 2025 | 1:51 PM

নয়া দিল্লি: যুদ্ধ জিগির খতম পাকিস্তানের। সুর বদলে এবার শান্তির বার্তা। ভারত যুদ্ধ থামালে, তারাও থেমে যাবে, এ কথাই বললেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। কার্যত ভারতের কোর্টেই বল ঠেলে দিল পাকিস্তান। হঠাৎ পাকিস্তানের এই মত পরিবর্তন।

যুদ্ধ আবহ নিজেই তৈরি করেছিল পাকিস্তান। বিগত তিনদিন ধরে লাগাতার হামলা করছিল পাকিস্তান। এমনকী আজ সকালেও জম্মু-কাশ্মীর, পঞ্জাব সহ একাধিক জায়গায় হামলা চালিয়েছে পাকিস্তান। ভারত সেই সমস্ত হামলাই প্রতিহত করেছে। পাল্টা প্রত্যাঘাতও করছে।

এই যুদ্ধ আবহেই আজ হঠাৎ উল্টো সুর গাইলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। তিনি বললেন, “পাকিস্তান পিছু হটতে রাজি। ভারত যদি তাদের মিলিটারি প্রত্যাঘাত থামিয়ে দেয়, তবে তারাও থেমে যাবে”।

জানা গিয়েছে, মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিওকে এই কথা বলেছেন পাক বিদেশমন্ত্রী। জিও নিউজকে সাক্ষাৎকারে ইশাক দার বলেন, ” যদি ওরা এখানেই থেমে যায়, তবে আমরাও থামার কথা ভাবব। ভারতের কোর্টেই বল।”

পাকিস্তানের অবস্থান স্পষ্ট করতে বলেন, “আমরা সত্যিই শান্তি চাই। কোনও দেশের উপরে আধিপত্য স্থাপন করতে চাই না।”

প্রসঙ্গত আজই ভারত ও পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেন মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। তিনি পাকিস্তানকে সংযত হতে এবং সংঘাত থামাতে সদর্থক পদক্ষেপ করার কথা বলেন। ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনায় এস জয়শঙ্কর সাফ জানান, ভারত যথেষ্ট সংযত। কেবল পাকিস্তানের আক্রমণের জবাবই দিচ্ছে ভারত।

এদিন বিদেশ সচিব বিক্রম মিশ্রিও সাংবাদিক বৈঠকে জানান যে পাকিস্তানের উসকানিমূলক আক্রমণের জবাব দিয়েছে ভারত। পাকিস্তান যে ভারতের সেনাঘাঁটিতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করার দাবি করেছে, তা সম্পূর্ণ মিথ্যা।