Pakistan’s flood relief to Turkey: ত্রাণসামগ্রীকে কি বিয়ের উপহার মনে করল পাকিস্তান? বাক্স খুলতেই অবাক তুরস্ক
Pakistan’s flood relief to Turkey: জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পাশে সাহায্যের হাত বাড়ালো পাকিস্তান। তবে, এই মানবিক পদক্ষেপের জন্যই গোটা বিশ্বের সামনে মুখ পুড়ল ইসলামাবাদের। পাকিস্তান থেকে আসা ত্রাণ সামগ্রী খুলতে গিয়ে হতবাক তুরস্ক কর্তৃপক্ষ।

ইসলামাবাদ: জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ভারত-সহ বিশ্বের প্রায় সবকটি দেশ। উদ্ধারকারী দলের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আঙ্কারায় ওষুধ এবং অন্যান্য ত্রাণ সামগ্রী আসছে। তীব্র অর্থনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাওয়া পাকিস্তানও পিছিয়ে নেই। তারাও তুরস্কে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। তবে, এই মানবিক পদক্ষেপের জন্যই গোটা বিশ্বের সামনে মুখ পুড়ল ইসলামাবাদের। নেট দুনিয়ায় অভূতপূর্ব রসিকতার শিকার হতে হচ্ছে পাক সরকারকে। কিন্তু কেন? আসলে পাকিস্তান থেকে আসা ত্রাণ সামগ্রী খুলতে গিয়ে হতবাক হয়ে গিয়েছে তুরস্ক কর্তৃপক্ষ। কারণ পাকিস্তান যে ত্রাণসামগ্রী পাঠিয়েছে, তা আসলে তুরস্কেরই পাঠানো ত্রাণসামগ্রী। গত বছর তীব্র বন্যায় বিধ্বস্ত হওয়ার পর ইসলামাবাদকে সেই সব ত্রাণসামগ্রী পাঠিয়েছিল আঙ্কারা। সেগুলিই নতুন বাক্সে ভরে ফিরত পাঠানো হয়েছে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে।
সূত্রের খবর, পাকিস্তানি কর্তৃপক্ষ ওই ত্রাণসামগ্রীর বাইরের বাক্সগুলি পরিবর্তন করেছিল। কিন্তু ভিতরের বাক্সগুলি পাল্টাতে ভুলে গিয়েছিল। তাই বাক্সের বাইরে লেখা ছিল, ভূমিকম্পের পর তুরস্ককে সাহায্য করার জন্য পাকিস্তান ত্রাণসামগ্রী পাঠাচ্ছে। কিন্তুসেই বাক্স খুলতেই ভিতর থেকে যে বাক্সগুলি বের হয়, তাতে এখনও লেখা আছে যে, ২০২২ সালের জুনে, বন্যা বিধ্বস্ত পাকিস্তানে ত্রাণ পাঠাচ্ছে তুরস্ক। গত জুনে পাঠানো সেই সব সামগ্রীর ব্যবহারের মেয়াদ ফুরিয়েছে কি না, সেই বিষয়টি স্পষ্ট জানা যায়নি।
Tons of Relief Package was dispatched today using Pakistan Air Force IL-78 and PIA Boeing-777.
After necessary preparation of required material whose requirement was coordinated with Turkish Embassy ?? now the ?? Heavy Lifters are in action. pic.twitter.com/xufweuEqb4
— Falcon Strike Syndicate (@FalconSyndicate) February 10, 2023
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বর্তমানে তুরস্ক সফরেই আছেন। তার মধ্য়েই এই খবর প্রকাশ পাওয়ায় চরম অস্বস্তিতে পড়েছে পাকিস্তান। পাক কনস্যুলেট জেনারেলের মাধ্যমে বিষয়টি পাকিস্তানের বিদেশ মন্ত্রককে জানিয়েছে তুরস্ক সরকার। তারপর নড়ে চড়ে বসেছে পাক সরকার।
What we do with casseroles & soan papdi, Pakistan does with aid on a global scale!
— Devi Prasad Rao ?? (@DeviPrasadRao8) February 18, 2023
তবে, যা ক্ষতি হওয়ার ইতিমধ্য়েই হয়ে গিয়েছে। বলাই বাহুল্য, এই ঘটনায় পাকিস্তান সরকারের ভাবমূর্তিতে কালি লেগেছে। প্রবল রসিকতা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনা নিয়ে মিমের বন্যা বইছে। অনেকেই উপহাস করে বলছেন, ত্রাণ সামগ্রীকে পাকিস্তান সরকার ‘বিয়ে উপহার’ ভেবেছে? বিয়ের সময় চায়ের কাপের সেটের মতো কিছু উপহার একাধিক ব্যক্তি দিয়ে থাকেন। অনেকে পরবর্তী সময়ে সেই উপহারই রঙিন কাগজে মুড়ে অন্য বিয়েবাড়ি উপহার দিয়ে থাকেন। একইভাবে অনেকে পাকিস্তানের এই ত্রাণ পাঠানোকে দীপাবলির সোন পাপড়ির সঙ্গেও তুলনা করেছেন। দীপাবলির সময়ে মিষ্টি আদান-প্রদানের ক্ষেত্রেও উপহার পাওয়া সোন পাপড়ির প্যাকেট, অনেকে আবার নতুন করে প্যাকেটে মুড়ে অন্যকে উপহার দিয়ে থাকেন। ত্রাণ সামগ্রীর ক্ষেত্রেও পাকিস্তান দীপাবলির এই ফর্মুলাই প্রয়োগ করল।
