AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Child death: লিচুর বিচি প্রাণ কাড়ল শিশুর

Litchi: মঙ্গলবার দুপুরে লিচু খেতে গিয়ে গলায় লিচুর বীজ আটকে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Child death: লিচুর বিচি প্রাণ কাড়ল শিশুর
লিচু খেতে গিয়ে শিশুর মৃত্যু।
| Edited By: | Updated on: Jun 06, 2023 | 2:58 PM
Share

ঢাকা: বাচ্চা থেকে বুড়ো- সকলেরই অন্যতম পছন্দের ফল লিচু (Litchi)। সেই লিচু খেতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক শিশুর। লিচু খেতে গিয়ে বীজটাও গিলে ফেলতে চেয়েছিল ১০ বছরের অনীক। কিন্তু, অত বড় বীজটা ছোট্ট অনীকের গলা দিয়ে নামতে পারেনি। ফলে শ্বাসনালীতে আটকে যায় বীজটি। তারপর তড়িঘড়ি শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাংলাদেশের (Bangladesh) নোয়াখালি জেলার হাজারিবাগে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিচুর বীজ গলায় আটকে মৃত শিশুটির নাম অনীক (১০)। নোয়াখালি জেলার হাজারিবাগের বাসিন্দা অনীক কথা বলতে পারত না। এরপর মঙ্গলবার দুপুরে লিচু খেতে গিয়ে গলায় লিচুর বীজ আটকে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনীকের বাবা মহম্মদ সঈদ নোয়াখালি জেলার মাইজদী উপজেলার উদারহাট গ্রামের বাসিন্দা। অনীক জন্মের পর থেকেই বোবা। অনীকের জন্মের বছর কয়েক পরই সংসার ছেড়ে চলে যান তার বাবা মহম্মদ সঈদ। অগত্যা মা ও কাকার সঙ্গে হাজারিবাগের গজমহল পুরানো থানার পাশে একটি ভাড়া বাড়িতে থাকত অনীক।

অনীকের মামা মহম্মদ রাকিব জানান, অনীকের কাকা আব্দুর রউফ বাজার থেকে লিচু কিনে এনেছিলেন। অনীক লিচু খেতে খুব ভালবাসত। এদিন দুপুর ১২টা নাগাদ সেই লিচু খাচ্ছিল অনীক। তখনই বীজ সহ একটি লিচু কোনভাবে গিলে ফেলে অনীক। ঘটনাটি বুঝতে পেরেই তাঁরা তড়িঘড়ি অনীককে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু, ততক্ষণে সব শেষ। হাসপাতালের চিকিৎসক অনীককে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।