PM Modi: চিন সফরেও করে এলেন ম্যাজিক, বেজিংয়ের নেটদুনিয়ার ‘ট্রেন্ডিং’ মোদী
PM Modi Trending in China: এদিন বিবিসির প্রাক্তন সাংবাদিক আদিল ব্রার নিজের এক্স মাধ্যমে একটি পোস্ট লিখে বলেন, "চিনের সার্চ ইঞ্জিন বাইডুতে ট্রেন্ড করছে মোদী-পুতিনের আলিঙ্গন। তাও আবার এক নম্বরে।" শুধুই আলিঙ্গনই নয়।"

নয়াদিল্লি: চিনে নেটদুনিয়া চর্চার প্রসঙ্গ এখন মোদীই। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন শীর্ষক সম্মেলনে যোগ দিতে বেজিং সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। দু’দিনব্যাপী সম্মেলনের আজ অর্থাৎ সোমবারই শেষদিন। ভালয় ভালয় মিটল আন্তর্জাতিক সম্মেলন। আর গোটা সভার সবচেয়ে বেশি চর্চিত মুখ হয়ে থাকলেন মোদী।
এদিন বিবিসির প্রাক্তন সাংবাদিক আদিল ব্রার নিজের এক্স মাধ্যমে একটি পোস্ট লিখে বলেন, “চিনের সার্চ ইঞ্জিন বাইডুতে ট্রেন্ড করছে মোদী-পুতিনের আলিঙ্গন। তাও আবার এক নম্বরে।” শুধুই আলিঙ্গনই নয়। মোদী-পুতিনের একই গাড়ি চেপে রওনা দেওয়া নজর কেড়েছে নেটিজেনদের। সেটিও এখন চলছে নম্বর ওয়ানে। বলে রাখা ভাল, চিনে গুগল চলে না। তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন রয়েছে। আর তাতেই এখন চর্চিত মুখ মোদী-পুতিন।
The number one search trend on Chinese search engine Baidu right now:
“Modi and Putin hugged and chatted hand-in-hand” pic.twitter.com/z0XvDY2u8Q
— Aadil Brar (@aadilbrar) September 1, 2025
সাংহাই সম্মেলনের শেষ দিনে কার্যতই নজর কেড়েছেন মোদী-পুতিন। যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাড়াচ্ছেন আক্রমণের তীব্রতা, রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের সুবাদে ভারতের দিকে শুল্কের বন্দুক তাক করেছেন তিনি। এমনকি, ভারতের উপর ৫০ শতাংশের শুল্কের বোঝা চাপাতে উস্কানি দিচ্ছেন ইউরোপকেও। সেই আবহে এই আলাপ তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের।
Number one trend on Weibo right now:
“Modi takes Putin’s car” pic.twitter.com/h1bP8UT1wW
— Aadil Brar (@aadilbrar) September 1, 2025
এদিন দ্বিপাক্ষিক বৈঠকের আগে প্রায় ৪৫ মিনিট গাড়ির ভিতরে নানা ইস্যুতে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পুতিনের মধ্যে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ‘ইউক্রেন সংঘাত থেকে দুই দেশের বাণিজ্য, প্রতিটি বিষয়েই কথা হয় তাঁদের।’ ইউক্রেনে শান্তি ফেরাতে যে পুতিনও আগ্রহী এমনকি, সাম্প্রতিক সময়ে তাঁর নেওয়া পদক্ষেপগুলির প্রশংসা করেছেন মোদী।
