Pakistan Government Formation: পাকিস্তানকে ‘বাঁচাতে’ হাত ধরলেন বিলাওয়াল-শাহবাজ, প্রধানমন্ত্রী কে হবেন?

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 12, 2024 | 9:36 AM

Pakistan Election Results: পিএমএল-এনের প্রেসিডেন্ট তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, দেশের সামগ্রিক অবস্থা ও ভবিষ্যত রাজনৈতিক জোট নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। বিলাওয়ালের বাড়িতেই শাহবাজ শরিফ, আসিফ আলি জারদারি সহ অন্যান্য নেতারা দেখা করেন। দরজা বন্ধ করে ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে বৈঠক।

Pakistan Government Formation: পাকিস্তানকে বাঁচাতে হাত ধরলেন বিলাওয়াল-শাহবাজ, প্রধানমন্ত্রী কে হবেন?
বিলাওয়াল ভুট্টো ও বিলাওয়াল জারদারি।
Image Credit source: Twitter

Follow Us

ইসলামাবাদ: জেলবন্দি ইমরান খানের (Imran Khan) স্বপ্ন পূরণ হল না আর। পাকিস্তানে সরকার গড়ছেন শাহবাজ শরিফ (Shehbaz Sharif) ও বিলাওয়াল ভুট্টোর (Bilawal Bhutto Zardari) জোট সরকার। রবিবার সরকার গঠনের লক্ষ্যে বৈঠকে বসলেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জ়ারদারি, পিপিপি প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। রাজনৈতিক অস্থিরতা থেকে পাকিস্তানকে রক্ষা করতেই দুই দল জোট বাধার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে দুই দলের তরফে।

পিএমএল-এনের প্রেসিডেন্ট তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, দেশের সামগ্রিক অবস্থা ও ভবিষ্যত রাজনৈতিক জোট নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। বিলাওয়ালের বাড়িতেই শাহবাজ শরিফ, আসিফ আলি জারদারি সহ অন্যান্য নেতারা দেখা করেন। দরজা বন্ধ করে ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে বৈঠক। জানা গিয়েছে, সেন্ট্রাল এগজেকিউটিভ কমিটির মিটিংয়ে পিপিপি ও পিএমএল-এনের জোটের প্রস্তাব দেওয়া হবে।

তবে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। প্রধানমন্ত্রী হিসাবে তিনজনের নাম সামনে উঠে এসেছে-নওয়াজ শরিফ, তাঁর ভাই শাহবাজ শরিফ কিংবা বিলাওয়াল ভুট্টো জারদারি।

এদিকে, ক্ষমতার আশা এখনই ছাড়ছে না প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। নির্দল প্রার্থীরা যেহেতু সরকার গঠন করতে পারে না, তাই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফে যোগ দিতে বলা হবে সমস্ত নির্দল প্রার্থীদের। এরপর অন্য একটি দলের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন কিংবা সংরক্ষিত আসনগুলি দখল করবে। যদিও কোন দলের সঙ্গে হাত মেলাবে পিটিআই, তা জানানো হয়নি।

Next Article