AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata House Rent: এক বছরে কলকাতায় বাড়ি ভাড়া কত বাড়ল জানেন? চমকে উঠবেন

Kolkata House Rent: ম্যাজিকব্রিক প্লাটফর্মে যে ২ কোটি গ্রাহক রয়েছেন, তাঁদের তথ্যের ওপর ভিত্তি করেই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। দেখা যাচ্ছে, সব মিলিয়ে গোটা দেশে প্রায় ১.৬ শতাংশ ভাড়া বেড়েছে। একাধিক শহরে ভাড়া বেড়েছে। সবথেকে কম তফাত হয়েছে আমেদাবাদে।

Kolkata House Rent: এক বছরে কলকাতায় বাড়ি ভাড়া কত বাড়ল জানেন? চমকে উঠবেন
প্রতীকী ছবি
| Updated on: Feb 14, 2024 | 2:11 AM
Share

নয়া দিল্লি: বিভিন্ন ক্ষেত্রেই মূল্যবৃদ্ধির জেরে হয়রান হতে হচ্ছে মধ্যবিত্তদের। পেঁয়াজ, রসুনের দামও চোখে জল এনে দেওয়ার মতো। সেই সঙ্গে বাড়ছে ভাড়াও। এই পরিস্থিতিতে পাল্লা দিয়ে বাড়ছে বাড়ি ভাড়াও। গত বছরের তুলনায় ভাড়া কতটা বেড়েছে, সেই হিসেব চমকে দেওয়ার মতো। কলকাতাও পিছিয়ে নেই।

রিয়েল এস্টেট প্লাটফর্ম ম্যাজিকব্রিক সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে, কীভাবে গত বছরের তুলনায় বাড়ছে বাড়ি বা ফ্ল্যাটের ভাড়া। সেই হার দেশের একেক শহরে একেক রকম। দেশের ১৩টি শহরের তথ্য় প্রকাশ করা হয়েছে। তার মধ্যে সবার ওপরে রয়েছে গুরুগ্রাম যেখানে এক বছরে ভাড়া বেড়েছে ৩০.৩ শতাংশ, তারপর রয়েছে গ্রেটার নয়ডা, সেখানে ভাড়া বেড়েছে ৩০.৪ শতাংশ আর বেঙ্গালুরুতে ২৩.১ শতাংশ ভাড়া বেড়েছে এত বছরে।

ম্যাজিকব্রিক প্লাটফর্মে যে ২ কোটি গ্রাহক রয়েছেন, তাঁদের তথ্যের ওপর ভিত্তি করেই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। দেখা যাচ্ছে, সব মিলিয়ে গোটা দেশে প্রায় ১.৬ শতাংশ ভাড়া বেড়েছে। বাকি শহরগুলিতেও ভাড়া বেড়েছে। সবথেকে কম তফাৎ হয়েছে আমেদাবাদে।

একনজরে কোথায়, কত বাড়ল ভাড়া

আমেদাবাদে ৪.৮ শতাংশ। চেন্নাইতে ২৩.১ শতাংশ। দিল্লিতে ১০.৫ শতাংশ। হায়দরাবাদে ২০.৭ শতাংশ। কলকাতায় ১২.১ শতাংশ। মুম্বইতে ১৬ শতাংশ। নাভি মুম্বইতে ১৪.১ শতাংশ। নয়ডায় ২১ শতাংশ। পুনেতে ১৬.৭ শতাংশ। থানেতে ১৭.৮ শতাংশ।

অর্থাৎ কলকাতায় এক বছর আগে যে বাড়ির ভাড়া ছিল ১০ হাজার টাকা, আজ সেটা বেড়ে হয়েছে আনুমানিক ১১ হাজার ২০০ টাকা।

ম্য়াজিকব্রিকস সংস্থার এক কর্তা অভিষেক ভদ্র এই প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন, ২০২৩-এ বেশ কিছু বিষয়ের ওপর ভিত্তি করে বেড়েছে ভাড়া। যেমন, দেশের বড় শহরগুলিতে বাইরে থেকে বিভিন্ন কাজে আসা মানুষের সংখ্যা বেড়েছে। আরও দেখা যাচ্ছে যে, ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে দুই কামরার ফ্ল্যাট কেনার প্রবণতা বেড়েছে।