Russia-India Relation: ‘ভারত অপমান সহ্য করবে না’, আমেরিকার চাপানো শুল্কের ক্ষতি পুষিয়ে দেবেন পুতিন
Russia on US Tariff on India: বৃহস্পতিবার ভালদাই ডিসকাশনে যোগ দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন। মোদীকে 'বিচক্ষণ' ও 'জ্ঞানী' নেতা বলে উল্লেখ করেন। বলেন যে মস্কো ও নয়া দিল্লি বিশেষ সম্পর্ক ভাগ করে।

মস্কো: ভারতের উপরে শুল্ক চাপ নিয়ে আমেরিকাকে মোক্ষম জবাব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বললেন, এটা ওয়াশিংটনের উপরেই ব্যাকফায়ার করবে। আমেরিকার এইভাবে চাপ তৈরি করা নিয়ে বললেন, নয়া দিল্লি এই ধরনের দাবির সামনে কখনও মাথা নত করবে না। কারোর সামনে নিজেকে ছোট হতে দেবে না।
বৃহস্পতিবার ভালদাই ডিসকাশনে যোগ দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন। মোদীকে ‘বিচক্ষণ’ ও ‘জ্ঞানী’ নেতা বলে উল্লেখ করেন। বলেন যে মস্কো ও নয়া দিল্লি বিশেষ সম্পর্ক ভাগ করে।
এরপরই ট্রাম্প প্রশাসনের তুলোধনা করেন পুতিন। বলেন, যদি রাশিয়ার বাণিজ্য অংশীদারদের উপরে অতিরিক্ত শুল্ক চাপায় আমেরিকা, তাহলে তারাও বৈশ্বিক জ্বালানির দাম বাড়িয়ে দেবে, মার্কিন ফেডেরাল রিজার্ভ বাধ্য হবে সুদের হার চড়া রাখতে। এর প্রভাবে আমেরিকার অর্থনীতির গতিই ধীর হবে।
চলতি বছরের ডিসেম্বর মাসেই ভারত সফরে আসার কথা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এই নিয়েও উৎসাহ দেখান তিনি। ভারতের সঙ্গে বাণিজ্যে যে ভারসাম্যহীনতার সৃষ্টি হয়েছে, তাতে ভারসাম্য ফেরানোর নির্দেশ দিয়েছেন বলে জানান পুতিন। বলেন, “ভারতের সঙ্গে আমাদের কোনও সমস্যা হয়নি। কখনও হয়নি।”
পুতিন বলেন, বাহ্যিক চাপের কাছে নয়া দিল্লির মাথানত করার কোনও কারণ নেই। বলেন, “ভারত কখনও কারোর সামনে নিজেকে অপদস্থ হতে দেবে না। আমি প্রধানমন্ত্রী মোদীকে চিনি। এমন কোনও পদক্ষেপ করবেন না।”
ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল বা জ্বালানি কেনা বন্ধ করে দেয়, তাহলে ৯ থেকে ১০ বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে। এ কথা উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, “ভারতের মতো দেশের মানুষেরা রাজনৈতিক নেতাদের নেওয়া সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে। তারা কখনও এমন অপমান হতে দেবে না।”
ভারতের উপরে আমেরিকার চাপানো শুল্কে যে ক্ষতি হচ্ছে, তাও পুষিয়ে দেওয়ার কথা বলেন পুতিন। বলেন, “মার্কিন শুল্কের জন্য ভারতের যে ক্ষতি হচ্ছে, তা রাশিয়া থেকে ক্রুড আমদানির মাধ্যমে ব্যালেন্স করে দেওয়া হবে। তাছাড়া সার্বভৌম দেশ হিসাবেও সম্মান অর্জন করবে।”
