AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained: HIV আক্রান্তদের যুদ্ধে পাঠাচ্ছেন! ভয়ঙ্কর প্ল্যান পুতিনের

১৩০০ দিনেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বারবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। কিন্তু এবার পুতিনের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ আনল কিভ, সেটা নজিরবিহীন। চিকিৎসার ভুয়ো প্রতিশ্রুতি, চাকরির মিথ্যা লোভ দেখিয়ে রোগাক্রান্ত, অপরাধী এমনকী মরণাপন্নদের যুদ্ধে পাঠাচ্ছে ক্রেমলিন?

Explained: HIV আক্রান্তদের যুদ্ধে পাঠাচ্ছেন! ভয়ঙ্কর প্ল্যান পুতিনের
| Edited By: | Updated on: Sep 27, 2025 | 2:15 PM
Share

ইউক্রেন দখলে কতটা মরিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? একটা সহজ উদাহরণ দিলেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। HIV, হেপাটাইটিস, সিফিলিসে আক্রান্তদেরও যুদ্ধক্ষেত্রে পাঠাতে কসুর করছেন না পুতিন! প্রাণঘাতী এই সব রোগে আক্রান্তদের প্রতিশ্রুতি দিচ্ছেন, রাশিয়ার হয়ে যুদ্ধ করলে তাঁদের নিখরচায় চিকিৎসা পরিষেবা দেবেন। অথচ সেটাও নাকি মিথ্যা প্রতিশ্রুতি। অন্তত বার্লিনের দ্য কার্নেজ রাশিয়া ইউরেশিয়া সেন্টার সংস্থার এমনটাই দাবি। তাদের এই দাবিকে ‘হাতিয়ার’ করে মার্কিন ও ইউরোপের প্রায় সবক’টি প্রথম সারির সংবাদমাধ্যম পুতিনের মুণ্ডুপাত করতে শুরু করেছে। পুতিন তাঁর ‘ওয়ার মেশিনারি’কে সচল রাখতে মরণাপন্নদেরও রেয়াত করছেন না বলে প্রবল হইচই জুড়ে দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক ও ইউরোপের অনেক মানবাধিকার সংগঠনও। ঠিক কী অভিযোগ পুতিনের বিরুদ্ধে?...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন