AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ukraine Attack: বদলা শুরু রাশিয়ার, খেরসনে রাতভর গোলাবর্ষণে মৃত কমপক্ষে ২১, বিস্ফোরণ কিয়েভেও

Russia-Ukraine War: খেরসন শহরে হামলা শুরু করেছে রাশিয়া। সাধারণ মানুষকে লক্ষ্য করে একের পর এক জায়গায় মিসাইল বর্ষণ করা হচ্ছে। অন্যদিকে, কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভে দুটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

Ukraine Attack: বদলা শুরু রাশিয়ার, খেরসনে রাতভর গোলাবর্ষণে মৃত কমপক্ষে ২১, বিস্ফোরণ কিয়েভেও
খেরসনের সুপার মার্কেটে মিসাইল হামলা।
| Edited By: | Updated on: May 04, 2023 | 10:58 AM
Share

কিয়েভ: বছর পার হলেও থামার নাম নেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War)। বরং বুধবার নয়া মোড় নিল দুই দেশের যুদ্ধ। রাশিয়ার অভিযোগ, তাদের দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন(Vladimir Putin)-কে হত্যার চেষ্টা চালিয়েছে ইউক্রেন। পুতিনকে মারতেই তাঁর বাসভবনের উপরে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন (Ukraine), কিন্তু সঠিক সময়ে নিরাপত্তা বাহিনীর নজরে পড়ে যাওয়ায়, গুলি করে পরপর দুটি ড্রোন নামানো হয়। ইউক্রেন এই হামলার দাবি অস্বীকার করলেও, গতকালই মস্কোর তরফে এর বদলা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। ইউক্রেনের ড্রোন হানার জবাবেই রাশিয়ার তরফে শুরু হল পাল্টা হামলা। বুধবার রাতেই ইউক্রেনের খেরসন (Kherson) শহরে অন্যতম ভয়ঙ্কর ও প্রাণঘাতী হামলা চালাল রাশিয়া। সুপারমার্কেট থেকে শুরু করে রেলওয়ে স্টেশন, একাধিক জায়গায় লাগাতার গোলাবর্ষণ করছে রাশিয়া। মিসাইল হামলায় এখনও অবধি কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে এবং ৪৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের স্থানীয় সংবাদ মাধ্যম কিয়েভ পোস্ট।

গতকাল রাশিয়ায় ড্রোন হামলার পরই ক্রেমলিনের তরফে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছিল, ইউক্রেনের এই দুঃসাহসিকতার ফল ভাল হবে না। এরপরই ইউক্রেনের স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, খেরসন শহরে হামলা শুরু করেছে রাশিয়া। সাধারণ মানুষকে লক্ষ্য করে একের পর এক জায়গায় মিসাইল বর্ষণ করা হচ্ছে। অন্যদিকে, কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভে দুটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। কিয়েভের মিলিটারি প্রশাসনের তরফে জানানো হয়েছে, এয়ার ডিফেন্স কাজে নামানো হয়েছে।  ইউক্রেনের বায়ুসেনার তরফে ড্রোন হামলার সতর্কতা জারি করা হয়েছে, সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়েই আপাতত থাকতে বলা হয়েছে

রাশিয়ার মিসাইল হামলার সতর্কতায় এয়ার রেইড অ্যালার্ট জারি করা হয়েছে কিয়েভ, চেরনিহিভ, সুমি, পোলটাভা, কিরোভোহরাড, মাইকোলাইভ, ওডেসা, দিনোপ্রোপেট্রোভস্ক, ঝাপরজ়িয়ায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করা হয়েছে, এই অভিযোগের পর থেকেই ইউক্রেনের উপরে হামলা বাড়িয়েছে মস্কো, এমনটাই জানানো হয়েছে। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মস্কোর আকাশে ড্রোনের গতিবিধির সঙ্গে ইউক্রেনের কোনও যোগ নেই। তারা পুতিন বা মস্কো-কাউকেই আক্রমণ করতে চায় না। শুধুমাত্র নিজেদের জমি রক্ষা করতেই লড়াই চালাচ্ছেন তারা।