Price Cap on Russian Oil: পশ্চিমী বাণীতে কান দিলেই রাশিয়ার তেল মিলবে না, কড়া বার্তা পুতিনের
Price Cap on Russian Oil: যেসব দেশ প্রাইস ক্যাপ মেনে চলে তাদের উদ্দেশে কড়া বার্তা পুতিনের। সেসব দেশগুলিকে তেল দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন পুতিন।

মস্কো: সম্প্রতি রাশিয়ার তেলের (Russian Oil) সর্বোচ্চ দাম বেঁধে দেওয়ার কথা ঘোষণা করেছিল জি৭ ও তাদের সহযোগী দেশগুলি। তবে রাশিয়া যে এই ঘোষণা ভাল চোখে নেয়নি তা বুঝিয়ে দিল মস্কো (Moscow)। রাশিয়ার তরফে এবার ঘোষণা করা হয়েছে, জি৭ দেশ ও অন্য়ান্য যে দেশগুলি রাশিয়ার তেলের ‘প্রাইস ক্য়াপ’ মেনে নিয়েছে সেইসব দেশে তেল রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করা হবে। মঙ্গলবার ডিক্রি জারি করে স্পষ্টতই জানানো হয়েছে, এইসব পশ্চিমী দেশগুলিতে তেল বিক্রি করবে না রাশিয়া।
এই ডিক্রিতে উল্লেখ করা হয়েছে, “যদি কোনও দেশ রাশিয়ার তেলের দাম বেঁধে দেওয়া সরাসরি বা প্রত্যক্ষভাবে মেনে চলে তাহলে সেইসব দেশে বা কোনও ব্যক্তিকে রাশিয়ার তেল বা তৈল পণ্য সরবরাহ করা হবে না।” এই ডিক্রি ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এবং ১ জুলাই পর্যন্ত জারি থাকবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ভারতের তরফে আগেই জানানো হয়েছিল, জি৭ ও ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া মূল্যে রাশিয়ার থেকে তেল কেনা হবে না। আর ভারতের এই সিদ্ধান্তে খুশি হয়ে স্বাগত জানিয়েছিল মস্কোও। তবে যেসব দেশ বেঁধে দেওয়া মূল্যে রাশিয়া থেকে তেল কিনতে উদ্যোগী তাদের উদ্দেশ্যেই এই কড়া ডিক্রি জারি করল পুতিন।
এই ডিক্রিতে জানানো হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ সিদ্ধান্তের উপর ভিত্তি করে কোনও কোনও ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। জি৭ ও ইউরোপীয় ইউনিয়নের তরফে রাশিয়া থেকে আমদানি করা ব্যারেল প্রতি তেলের দাম ৬০ মার্কিন ডলার নির্ধারিত হয়েছিল। গত বছর থেকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে পুতিনের দেশের আয়ে ঘাটতি আনাই ছিল এই প্রাইস ক্যাপের মূল উদ্দেশ্য। তবে রাশিয়ার তরফে কড়াভাবে জানানো হয়েছিল, এই ক্যাপিং ইউক্রেনে রাশিয়ার সেনার গতিবিধিকে কোনওভাবে প্রভাবিত করতে পারবে না। মস্কো নতুন আমদানিকারক পেয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছিলে তারা।
