AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Russia-North Korea: ইউক্রেনকে ‘শায়েস্তা’ করতে পুতিনের হয়ে ব্যাট ধরছেন ‘যুদ্ধবাজ’ কিম জং উন!

Russia-North Korea: প্রতিরক্ষা খাতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করছে ক্রেমলিন। কিমের কোরিয়াকে আধুনিক যুদ্ধবিমান, মিসাইল, ড্রোন-সহ প্রযুক্তিগত দিক থেকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন পুতিন। বদলে কিমের দেশের কাছ থেকে বিরল খনিজ পদার্থ, ইস্পাত, কাপড় ও ওষুধ কিনবে মস্কো।

Russia-North Korea: ইউক্রেনকে 'শায়েস্তা' করতে পুতিনের হয়ে ব্যাট ধরছেন 'যুদ্ধবাজ' কিম জং উন!
| Edited By: | Updated on: Jun 05, 2025 | 11:45 PM
Share

দ্রুতই বদলে যাচ্ছে বিশ্ব জুড়ে আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ। সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা লাগু হয়ে রয়েছে এমন দুই দেশ, রাশিয়া ও উত্তর কোরিয়া–একে অপরের পাশে এসে দাঁড়াল। বুধবার উত্তর কোরিয়ার বিতর্কিত একনায়ক ‘যুদ্ধবাজ’ কিম জং উনের সঙ্গে দেখা করলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু। এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, সূত্রের খবর এই বৈঠকে ন্যাটো-সহ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার পাশে থাকার পূর্ণ আশ্বাস দিয়েছেন কিম।

গতবছরই পিয়ংইয়ং সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন আশ্বাস দিয়েছিলেন, উত্তর কোরিয়া ও রাশিয়া একে ওপরের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে ভবিষ্যতে কাজ করবে। এবার রাশিয়া যখন ইউক্রেন ও ন্যাটো দেশগুলির যৌথ হুঁশিয়ারির মুখে, তখন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র উত্তর কোরিয়ার এই পূর্ণ সমর্থনের ইঙ্গিতকে তাৎপর্যপূর্ণ বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

রুশ সংবাদমাধ্যমের দাবি, পুতিনের সচিব ও কিমের এই বৈঠকের খবর পাওয়ামাত্রই নাকি ন্যাটো দেশগুলির ‘যুদ্ধপ্রিয়’ নেতাদের ঘুম উড়ে গেছে। কারণ, তারা ভেবেছিল, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেনের পাশে ইউরোপীয় দেশগুলি থাকলেও রাশিয়া বোধহয় একা। এক বৈঠকেই পশ্চিমী রাষ্ট্রের সেই ভ্রান্ত ধারণা ভেঙে গেছে, দাবি রুশ গণমাধ্যমের। উত্তর কোরিয়ার তরফে রাশিয়ার কুর্স্ক শহরে ইউক্রেনীয় ড্রোন হামলার নিন্দা করা হয়েছে এই বৈঠকে। কিম জানিয়েছেন, কুর্স্ক পুনরুদ্ধারে প্রয়োজনে রুশ সেনাকে সবরকম সাহায্য করবে পিয়ংইয়ং।

ইউক্রেনকে ‘শায়েস্তা’ করতে পুতিনের হয়ে ব্যাট ধরছেন ‘যুদ্ধবাজ’ কিম জং উন!

প্রতিরক্ষা খাতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করছে ক্রেমলিন। কিমের কোরিয়াকে আধুনিক যুদ্ধবিমান, মিসাইল, ড্রোন-সহ প্রযুক্তিগত দিক থেকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন পুতিন। বদলে কিমের দেশের কাছ থেকে বিরল খনিজ পদার্থ, ইস্পাত, কাপড় ও ওষুধ কিনবে মস্কো। পুতিনের আশ্বাস, উত্তর কোরিয়াতে এখনও অনেক উন্নয়নের সুযোগ রয়েছে। এমনকী, রাশিয়ার সাহায্য পেলে নাকি উত্তর কোরিয়া তাদের হৃৎগৌরব পুনরুদ্ধার করতে পারবে ও চিরশত্রু দক্ষিণ কোরিয়াকে টপকে যেতে পারবে।