Bangladesh: বাংলাদেশে বড় বিপদ! ঢাকা ছাড়লেন পাক হাই কমিশনার,সফর বাতিল সেনা প্রধানের

Bangladesh: আচমকা ঢাকা ছেড়েছেন পাকিস্তানের হাই কমিশনার সইদ আমেদ মারুফও। যেদিন সেনা প্রধানের মার্কিন সফর বাতিল করে দেওয়া হল, সেদিনই পাক হাইকমিশনারকে তড়িঘড়ি দেশে ডেকে নেওয়ার ঘটনায় অনেকেরই ভ্রু কুচকেছে।

Bangladesh: বাংলাদেশে বড় বিপদ! ঢাকা ছাড়লেন পাক হাই কমিশনার,সফর বাতিল সেনা প্রধানের
বাংলাদেশে কী হচ্ছে?Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 14, 2025 | 4:36 PM

ঢাকা: বাংলাদেশে নতুন করে অশান্তি। শেষ মুহূর্তে বাতিল করে দেওয়া হল বাংলাদেশের সেনা প্রধানের আমেরিকা সফর। সরকার বনাম সেনার সংঘাতের ইঙ্গিত। একদিকে যেখানে মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি ও সেনাকর্তারা বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন, সেখানেই সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের আমেরিকা সফর বাতিল করে দেওয়া হল, তাও আবার শেষ মুহূর্তে।

বাংলাদেশে আওয়ামি লীগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ হওয়ার পর থেকেই নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। তার মধ্যেই সেনা প্রধানের মার্কিন সফরও আটকে দেওয়া হল। আজ, ১১ মে মার্কিন সফরে যাওয়ার কথা ছিল ওয়াকার-উজ-জামানের। ৫ দিনের এই সফর এ দিন সকালেই হঠাৎ বাতিল করে দেওয়া হয়। সফর বাতিল করার পিছনে কারণ কী, তাও জানানো হয়নি ইউনূস সরকারের তরফে।

অন্যদিকে, আচমকা ঢাকা ছেড়েছেন পাকিস্তানের হাই কমিশনার সইদ আমেদ মারুফও। যেদিন সেনা প্রধানের মার্কিন সফর বাতিল করে দেওয়া হল, সেদিনই পাক হাইকমিশনারকে তড়িঘড়ি দেশে ডেকে নেওয়ার ঘটনায় অনেকেরই ভ্রু কুচকেছে।

সূত্রের খবর, জেনারেল জামান সম্প্রতিই নবম ইনফ্রান্ট্রি ডিভিশনের প্রধান জেনেরাল মইন খান ও চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামিমের সঙ্গে দেখা করেছিলেন।

মারুফ দুইদিনের বাংলাদেশ সফরে এসে নিজেকে কক্সবাজারের হোটেলেই বন্দি রেখেছিলেন। সেখানেই তিনি জামাত-ই-ইসলামি ও আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির প্রতিনিধির সঙ্গে দেখা করেন। কিন্তু পাকিস্তান থেকে তলব আসতেই তড়িঘড়ি তিনি বাংলাদেশ ছেড়েছেন। টি-শার্ট, জিন্স পরেই তিনি পাকিস্তান চলে যান।

বিএনপি সহ একাধিক বিরোধী দল আওয়ামি লীগের উপরে ‘ব্যান’ চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এমনকী,  জামাতও বলেছে যে এই সিদ্ধান্ত সব দলের সঙ্গে বৈঠক করে নেওয়া উচিত ছিল।