AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iran-Israel: ইরানের সুপ্রিম লিডারকেই খুন করার ছক ইজরায়েলের! ‘না’ করলেন ট্রাম্প

Iran-Israel War: সূত্রের খবর, দুই মার্কিন আধিকারিক সংবাদসংস্থা রয়টার্সকে জানান, ইজরায়েল ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খোমেইনিকে হত্যা করার পরিকল্পনা করেছিল।

Iran-Israel: ইরানের সুপ্রিম লিডারকেই খুন করার ছক ইজরায়েলের! 'না' করলেন ট্রাম্প
ইরানের সুপ্রিম লিডারকে হত্যার প্ল্যান ইজরায়েলের?Image Credit: PTI
| Updated on: Jun 16, 2025 | 8:02 AM
Share

ওয়াশিংটন: শুধু সামরিক অস্ত্রের লড়াই নয়, ইরান-ইজরায়েলের যুদ্ধে আরও বড় ‘খেলা’ হচ্ছে? ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খোমেইনিকে খুন করার পরিকল্পনা করেছিল ইজরায়েল? বিস্ফোরক দাবি মার্কিন আধিকারিকদের।

সূত্রের খবর, দুই মার্কিন আধিকারিক সংবাদসংস্থা রয়টার্সকে জানান, ইজরায়েল ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খোমেইনিকে হত্যা করার পরিকল্পনা করেছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনায় আপত্তি জানান।

সূত্রের দাবি, ট্রাম্প বলেছেন, “একজনও আমেরিকানকে কি মেরেছে ইরানিরা? যতক্ষণ না এরকম কিছু হচ্ছে, আমরা এই বিষয় নিয়ে কথাও বলব না।”

যদি ইরানের ধর্মীয় নেতাকে হত্যা করা হয়, এই সংঘাত ভয়ঙ্কর আকার ধারণ করবে, এ কথা সকলের জানা। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এই পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে, তিনি কোনও মন্তব্য করতে অস্বীকার করেন। তিনি বলেন, “যে আলোচনা হয়ইনি, তা নিয়ে একাধিক মিথ্যা রিপোর্ট ছড়াচ্ছে। আমি এর মধ্যে ঢুকব না। তবে আমি এইটুকু বলে রাখতে পারি যে আমাদের যা দরকার, তা করেছি। আগামিদিনেও তাই করব। আমেরিকাও জানে তাদের জন্য ভাল কী।”

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, আমেরিকা ক্রমাগত ইজরায়েলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সংঘাতের যাবতীয় আপডেট নিচ্ছে। নেতানিয়াহু আগেই জানিয়েছিলেন, ইরানে আক্রমণ শুরুর আগে আমেরিকাকে জানিয়েছিলেন তিনি। ইজরায়েলের এই সামরিক অভিযানে ইরানে বড় বদল আসার দিকেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে, একদিকে যেখানে ট্রাম্প জানিয়েছেন যে ইজরায়েল-ইরানের সংঘাতে আমেরিকা জড়িত নয়, তাদের কোনও হাত নেই। সেখানেই আবার দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার ইচ্ছাও প্রকাশ করেছেন।