ইস্তফা দিয়েই দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট ঘানি, শেষ সীমান্তও দখল নিল তালিবান, দাবি সূত্রের

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ স্থানীয় একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন যে আফগান প্রশাসনের দখলে থাকা শেষ পোস্ট তোরখাম সীমান্তও দখল করে নিয়েছে তালিবানিরা।

ইস্তফা দিয়েই দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট ঘানি, শেষ সীমান্তও দখল নিল তালিবান, দাবি সূত্রের
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2021 | 7:57 PM

কাবুল: চারিদিক থেকে কাবুলে(Kabul) প্রবেশ করছে তালিবানরা (Taliban)। কথা চলছিল শান্তিপূর্ণভাবেই আফগান প্রশাসন তালিবানের হাতে ক্ষমতা তুলে দেবে। তারই মাঝে খবর মিলল, আত্মসমর্পণ এড়াতে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসরাফ ঘানি (Ashraf Ghani)। টোলো নিউজ নামক একটি সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে, আফগানিস্তান প্রশাসন ও তালিবানদের মধ্যে ক্ষমতা হস্তান্তরের কথা চললেও সরকার পতনের পরই পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গিয়েছেন আসরাফ ঘানি।

সূত্রের দাবি, প্রেসিডেন্ট আসরাফ ঘানি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আলি আহমেদ জালালির হাতে ক্ষমতা তুলে দিয়েছেন, যদিও সরকারি সূত্রে এই খবরে সিলমোহর দেওয়া হয়নি। এ দিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ স্থানীয় একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন যে আফগান প্রশাসনের দখলে থাকা শেষ পোস্ট তোরখাম সীমান্তও দখল করে নিয়েছে তালিবানিরা।

এ দিন দুপুরেই তালিবানদের তরফে জানানো হয়েছে, তারা শান্তিপূর্ণভাবেই ক্ষমতার হস্তান্তর চায়। কাউকে শহর ছেড়ে যেতে হবে না। তালিবান বাহিনীকেও শহরের বাইরে অপেক্ষা করতে বলা হয়েছে। তবে দেশের সমস্ত সীমান্তই তালিবানের দখলে চলে যাওয়ায় একমাত্র কাবুল বিমানবন্দরই পালাবার শেষ রাস্তা।

টোলো নিউজের দাবি, আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন কাবুল জুড়েই বিভিন্ন অংশে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কেউ উত্তপ্ত পরিস্থিতির অসৎ ব্য়বহার না করে। পুলিশকে প্রয়োজনে গুলি চালানোর অনুমতিও দেওয়া হয়েছে। অন্যদিকে, ন্যাটোর তরফেও জানানো হয়েছে আফগানিস্তানের সঙ্গে গোটা বিশ্বের সংযোগ বজায় রাখতে কাবুল বিমানবন্দরকে সচল রাখার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আপাতত কাবুলে কিছু মার্কিন কূটনীতিবিদও থাকবেন বলে একটি বিবৃতিতে জানানো হয়েছে।

তবে আফগান প্রশাসনের পতনের ঘটনাটিকে নিশ্চিত করেই ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মিরজাকাওয়াল টুইটে বলেছেন, “কাবুলে কোনও আক্রমণ হবে না। শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তরের আলেচনা চলছে।”

এ দিকে, তালিবান প্রধান মোল্লাহ আব্দুল ঘানি বারাদার ইতিমধ্যেই দোহা থেকে কাবুলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা তালিবান সূত্রে খবর। ক্ষমতা হস্তান্তরের পর আফগানিস্তানর প্রেসিডেন্ট তিনিই হতে পারেন বলে জানা গিয়েছে। পুনরায় তালিবান শাসন শুরু হলে কী অবস্থা হতে পারে, এ কথা কল্পনা করে ইতিমধ্যেই বহু কাবুলবাসী ঘর ছেড়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ব্য়াপক যানজটের কারণে অনেকেই পায়ে হেঁটেই বিমানবন্দর যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে।

ভারতের তরফেও এ দিন এয়ার ইন্ডিয়ার যে বিমানটি পাঠানো হয়েছিল, তা ১২৯ জন ভারতীয়কে নিয়ে যাত্রা শুরু করেছে। রাত আটটার মধ্যে সেই বিমানের দিল্লি বিমানবন্দরে পৌঁছে যাওয়ার কথা। কাবুলগামী বাকি সমস্ত বিমান অনির্দিষ্টকালের জন্য বাতিল করে দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির তরফেও জানানো হয়েছে সোমবার থেকে কাবুলগামী সমস্ত বিমান বাতিল করে দেওয়া হচ্ছে। আরও পড়ুন: বাগরাম জেলেরও দখল নিল তালিবান, গরাদ ভেঙে মুক্তি দেওয়া হল ‘সহযোদ্ধা’দের