Bashar Al Asad: মস্কোয় যেতেই ডিভোর্স চাইছেন আসাদের স্ত্রী! কী এমন করলেন পুতিন?

Syria: ২৫ বছর বয়সে, ২০০০ সালে আসমা সিরিয়ায় যান। ওই বছরই সিরিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর বাশার আল আসাদের সঙ্গে বিয়ে হয়। এত বছর সিরিয়ায় বিলাসবহুল জীবন যাপন করার পর এখন মস্কোয় থাকতে বাধ্য হচ্ছেন আসমা।

Bashar Al Asad: মস্কোয় যেতেই ডিভোর্স চাইছেন আসাদের স্ত্রী! কী এমন করলেন পুতিন?
সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তাঁর স্ত্রী।Image Credit source: Pool BENAINOUS/HOUNSFIELD/Gamma-Rapho via Getty Images
Follow Us:
| Updated on: Dec 23, 2024 | 12:06 PM

মস্কো: সব গেল আসাদের। দেশের প্রেসিডেন্টের ক্ষমতা হারিয়েছেন আগেই। এবার পরিবারেও ভাঙন। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছ থেকে বিচ্ছেদ চাইলেন  স্ত্রী। জানা গিয়েছে, বাশার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদ ডিভোর্স দাখিল করেছেন। বিচ্ছেদের কারণ হিসাবে জানিয়েছেন, মস্কোয় তাঁর জীবন নিয়ে সন্তুষ্ট নন মোটেই!

চলতি ডিসেম্বর মাসের শুরুতেই সশস্ত্র বাহিনীর অভ্যুত্থানের মুখে পড়ে গদিচ্যুত হন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। প্রাণ বাঁচাতে পরিবার সহ সিরিয়া ছেড়ে আশ্রয় নেন মস্কোয়। সেখানে যাওয়ার পরই এবার বিচ্ছেদ চাইছেন আসাদের স্ত্রী।

জানা গিয়েছে, সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদ বিবাহ বিচ্ছেদ চাইছেন। মস্কোর একটি আদালতে বিবাহ বিচ্ছেদ মামলা দায়ের করেছেন। সিরিয়া থেকে মস্কোয় গিয়ে তাঁর জীবন নিয়ে অসন্তুষ্ট তিনি। আসমা তাঁর পরিবারকে নিয়ে নিজের শহর লন্ডনে ফিরতে চান।

ব্রিটিশ-সিরিয়ার নাগরিক আসমা। লন্ডনেই বেড়ে ওঠা আসমার। ২৫ বছর বয়সে, ২০০০ সালে আসমা সিরিয়ায় যান। ওই বছরই সিরিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর বাশার আল আসাদের সঙ্গে বিয়ে হয়। এত বছর সিরিয়ায় বিলাসবহুল জীবন যাপন করার পর এখন মস্কোয় থাকতে বাধ্য হচ্ছেন আসমা।

জানা গিয়েছে, রাশিয়ায় আশ্রয় দিলেও, সেখানে বাশার আল আসাদের উপরে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিনা অনুমতিতে রাশিয়া তো দূর, মস্কোও ছাড়তে পারবেন না আসাদ। কোনও দলীয় কাজেও যুক্ত থাকতে পারবেন না তিনি।

সূত্রের খবর, আসাদের যাবতীয় টাকাপয়সা, ধনসম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে। সিরিয়া থেকে পালানোর সময় ২৭০ কেজি সোনা, ২ বিলিয়ন ডলার নিয়ে এসেছিলেন আসাদ। সেই সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া মস্কোয় ১৮টি অ্যাপার্টমেন্ট রয়েছে। সবই বাজেয়াপ্ত করা হয়েছে।

সৌদি ও তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, বাশার আল আসাদ ও তাঁর স্ত্রীকে মস্কোয় আশ্রয় দেওয়া হলেও, তাঁর ভাইকে রাশিয়ায় আশ্রয় দেওয়া হয়নি। তাঁরা সিরিয়াতেই গৃহবন্দি রয়েছেন।