AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tarique Rahman: বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী? বেগম খালেদার পুত্র তারেক রহমানের মোট সম্পত্তি কত?

Tarique Rahman Total Assets: এর মধ্যে আবার তারেক রহমানের ব্যাঙ্কে জমানো নগদ রয়েছে প্রায় ৩১ লক্ষ ৫৮ হাজার টাকা। নিজের নামে শেয়ার রয়েছে ৬৮ লক্ষ টাকার। স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজ়িট রয়েছে ৯০ লক্ষ ২৪ হাজার টাকার বেশি। এছাড়াও সঞ্চয়ী ও অন্যান্য আমানত রয়েছে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার। বাড়িতে আসবাব রয়েছে ১ লক্ষ ৮০ হাজার টাকার।

Tarique Rahman: বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী? বেগম খালেদার পুত্র তারেক রহমানের মোট সম্পত্তি কত?
এক ফ্রেমে মা (খালেদা জিয়া) - ছেলে (তারেক রহমান)Image Credit: X
| Updated on: Jan 02, 2026 | 2:37 PM
Share

ঢাকা: বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন খালেদা-পুত্র তারেক রহমান। সম্প্রতি বাংলাদেশের নির্বাচন কমিশনের কাছে সেই মর্মে হলফনামা জমা দিয়েছেন বিএনপির শীর্ষনেতা। ১৭ বছর ধরে দেশের বাইরে ছিলেন তিনি। ছিল না ভোটাধিকারও। বড় দিনের দিন বাংলাদেশে প্রত্য়াবর্তন হয়েছে তারেকের। তারপর গত শনিবার ঢাকা-১৭ আসন থেকে ভোটার তালিকায় নিজের নাম তুলেছেন তারেক।

তারেকের শিক্ষাগত যোগ্যতা

নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া মনোনয়ন পত্র অনুযায়ী, নিজের পেশা হিসাবে রাজনীতি লিখেছেন তিনি। শিক্ষাগত যোগ্য়তা লিখেছেন, উচ্চমাধ্যমিক পাশ। আর আয়ের উৎস হিসাবে তুলে ধরেছেন শেয়ার ও ফিক্স ডিপোজ়িট।

তারেকের সম্পদ

তারেক রহমানের হলফনামায় উল্লেখিত তথ্য বিশ্লেষণ করে ‘প্রথম আলো’ তাঁদের প্রতিবেদনে জানিয়েছে, তারেকের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১ কোটি ৯৭ লক্ষ টাকা (সব হিসাব বাংলাদেশি মুদ্রায়)। নগদ, ব্য়াঙ্কে জমানো টাকা, শেয়ার, সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু, আসবাব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৯৩ লক্ষ টাকার মতো

এর মধ্যে আবার তারেক রহমানের ব্যাঙ্কে জমানো নগদ রয়েছে প্রায় ৩১ লক্ষ ৫৮ হাজার টাকা। নিজের নামে শেয়ার রয়েছে ৬৮ লক্ষ টাকার। স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজ়িট রয়েছে ৯০ লক্ষ ২৪ হাজার টাকার বেশি। এছাড়াও সঞ্চয়ী ও অন্যান্য আমানত রয়েছে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার। বাড়িতে আসবাব রয়েছে ১ লক্ষ ৮০ হাজার টাকার। সোনা এবং অন্যান্য ধাতু রয়েছে মোট ২ হাজার টাকার। এছাড়াও স্থাবর সম্পত্তি হিসাবে তারেকের নাম রয়েছে একটি ৩ লক্ষ টাকা মূল্য়ের দুই একরের সামান্য বেশি কৃষিজমি।

হলফনামায় চলতি অর্থবর্ষে দেওয়া আয়করের পরিমাণও তুলেছেন ধরেছেন খালেদা-পুত্র। তিনি জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে তারেকের বার্ষিক আয় ৬ লক্ষ ৭৬ হাজার টাকা। মাসে প্রায় ৫৬ হাজার টাকা। সেই অনুযায়ী আয়কর দিয়েছেন ১ লক্ষ ১ হাজার ৪৫৩ টাকা। তবে বর্তমানে তাঁর নামে কোনও ঋণ নেই।

মামলার খতিয়ান

হলফনামায় নিজের নামে চলা মামলার খতিয়ানও তুলে ধরেছেন তারেক রহমান। তাঁর নামে বর্তমানে কোনও ফৌজদারি মামলা নেই। ২০০৪ সাল থেকে তাঁর বিরুদ্ধে মোট ৭৭টি মামলা দায়ের হয়েছিল। তবে ধাপে ধাপে প্রতিটি থেকেই নিষ্পত্তি পেয়েছেন তিনি। কোনওটিতে খালাস, কোনও মামলা হয়েছে প্রত্য়াহার, কোনও মামলা আবার হয়েছে খারিজ।

তারেকের স্ত্রীয়ের সম্পত্তির খতিয়ান

বিএনপি-র শীর্ষ নেতার স্ত্রী জুবাইদা রহমান পেশায় চিকিৎসক। ২০২৫-২৬ অর্থবর্ষে তাঁর আয় প্রায় ৩৫ লক্ষ ৬১ হাজার টাকা। আয়কর দিয়েছেন প্রায় ৫ লক্ষ ৫৮ হাজার টাকা। আয়কর বিবরণী বা রিটার্নে তিনি সম্পদ উল্লেখ করেছেন মোট ১ কোটি ৫ লক্ষ ৩০ হাজার টাকার। এর মধ্য়ে ব্যাঙ্কে জমা ও নগদ অর্থের পরিমাণ প্রায় ৬৬ লক্ষ ৫৫ হাজার টাকা। ফিক্সড ডিপোজ়িটের পরিমাণ ৩৫ লক্ষ টাকা।