AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আজ লালবাজারে পুলিশের দ্বারস্থ যীশু-আবীর-পরমব্রত, কী ঘটেছে জানুন

টলিপাড়া থেকে রওনা দিলেন যীশু সেনগুপ্ত-আবীর চট্টোপাধ্যায়-পরমব্রত চট্টোপাধ্যায়। আজ লালবাজারে সাইবার ক্রাইম রুখতে পুলিশের দ্বারস্থ হচ্ছেন টলিপাড়ার বিশিষ্ট ব্যক্তিত্বরা। দুই নায়কের সঙ্গে রয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় থেকে পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রযোজক শ্রীকান্ত মোহতা, নিশপাল সিং রানে, রানা সরকার পৌঁছে গিয়েছেন জোট বেঁধে। টেকনিশিয়ানদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস যেমন রয়েছেন এই অভিযানে, তেমনই পাওয়া যাবে ইমপা-র সভাপতি পিয়া সেনগুপ্তকে। 

আজ লালবাজারে পুলিশের দ্বারস্থ যীশু-আবীর-পরমব্রত, কী ঘটেছে জানুন
| Edited By: | Updated on: Jan 02, 2026 | 2:24 PM
Share

টলিপাড়া থেকে রওনা দিলেন যীশু সেনগুপ্ত-আবীর চট্টোপাধ্যায়-পরমব্রত চট্টোপাধ্যায়। আজ লালবাজারে সাইবার ক্রাইম রুখতে পুলিশের দ্বারস্থ হচ্ছেন টলিপাড়ার বিশিষ্ট ব্যক্তিত্বরা। দুই নায়কের সঙ্গে রয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় থেকে পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রযোজক শ্রীকান্ত মোহতা, নিশপাল সিং রানে, রানা সরকার পৌঁছে গিয়েছেন জোট বেঁধে। টেকনিশিয়ানদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস যেমন রয়েছেন এই অভিযানে, তেমনই পাওয়া যাবে ইমপা-র সভাপতি পিয়া সেনগুপ্তকে।

বছর শেষে টলিপাড়ায় প্রযোজকদের তরফে রেটিং ম্যানুপুলেশনের অভিযোগ উঠেছে। মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’। মুক্তির প্রথম দিনেই, সেই ছবির রেটিং বুক মাই শো-তে ম্যানুপুলেট করে কমানো হয়েছে বলে অভিযোগ। বেশ কিছু দর্শক বুক মাই শো-তে ছবিটাকে দশে এক দিয়েছিলেন। যাতে সামগ্রিকভাবে এই ছবির রেটিং হয়েছিল ৪.৯। কোনও এজেন্সির মাধ্যমে ষড়যন্ত্র করে কি এমন করা হয়েছে? এবার উত্তর খুঁজতে চায় টলিপাড়া। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে তারকাদের লাগাতার আক্রমণ বা ট্রোলিংয়ের মুখে পড়তে হচ্ছে।

দুর্গাপুজোতে ছবি মুক্তির সময়ে ‘রক্তবীজ টু’ সঙ্গে যুক্ত ছিলেন জিনিয়া সেন। তাঁকে অশালীন পোস্ট-হুমকি সব কিছুর সম্মুখীন হতে হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে আজকে একজোট টলিপাড়া। এর আগে ইমপা-তে স্ক্রিনিং কমিটির মিটিংয়ে স্বরূপ বিশ্বাস খোলসা করে দেন, ”বাংলা ছবি বা কোনও নায়ক-নায়িকার অনুরাগী থাকা ভালো। তবে ছবির সঙ্গে যুক্ত বা তাঁদের পরিবারের কাউকে সমস্যার মধ্যে পড়তে হলে, সেই বিষয়টাকে আমরা সমর্থন করি না।” কোনও ইউটিউবার রিভিউ দেওয়ার ছলে কাউকে ব্যক্তিগত আক্রমণ করছে কিনা, সেই উত্তর খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে