SIR Notice: ‘পাগলি তোমাকে মনে হয় বাংলাদেশে নিয়ে যাবে’, স্ত্রী SIR-র নোটিস পেতেই প্রাণটাই চলে গেল স্বামীর
SIR in Bengal: শুনানি কেন্দ্রে যাওয়ার পর স্ত্রীর সঙ্গে কী ঘটেছে তা আর জানতে পারেননি জয়নাল। দু’জনের কাছে ফোন না থাকার কারণে কোনও আপডেট আর এসে পৌঁছায়নি। পরিবার সূত্রে খবর, তাঁদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে ফোন কেনা সম্ভবপর হয়ে ওঠেনি। ফলে স্ত্রীর আপডেট আর পৌঁছায়নি স্বামীর কাছে।

ডোমকল: এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ এবার মুর্শিদাবাদের ডোমকলে। নামে গড়মিল থাকায় শুনানির নোটিস এসেছে স্ত্রীর নামে। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু স্বামীর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ডোমকলের ফতেপুরহাট এলাকার ঘটনা। সূত্রের খবর, কর্মসূত্রে স্ত্রী রেখা শেখকে নিয়ে হাওড়ায় থাকতেন জয়নাল আনসারী (৩৪)। এরইমধ্যে স্ত্রীর কাছে শুনানির নোটিস যায়। সূত্রের খবর, নোটিস পাওয়ার পর নির্দিষ্ট সময়ে শুনানি কেন্দ্রে হাজিরও হন রেখা শেখ নামে ওই মহিলা। ডকুমেন্টও জমা দেন।
শুনানি কেন্দ্রে যাওয়ার পর স্ত্রীর সঙ্গে কী ঘটেছে তা আর জানতে পারেননি জয়নাল। দু’জনের কাছে ফোন না থাকার কারণে কোনও আপডেট আর এসে পৌঁছায়নি। পরিবার সূত্রে খবর, তাঁদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে ফোন কেনা সম্ভবপর হয়ে ওঠেনি। ফলে স্ত্রীর আপডেট আর পৌঁছায়নি স্বামীর কাছে। এদিকে স্ত্রীর চিন্তায় চিন্তায় শরীর খারাপ হতে থাকে জয়নালের। দিনের পর দিন খাওয়া দাওয়াও ছেড়ে দেন বলে জানা যাচ্ছে। এরইমধ্যে তাঁর মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া পরিবারে। এদিনই জয়নালের দেহ ডোমকলেও নিয়ে আসা হয়েছে। কান্না ভেঙে পড়েছেন স্ত্রী। বারবার করছেন আক্ষেপ।
স্বামীর স্মৃতিতে চোখে জল নিয়েই রেখা বলছেন, “আমাকে শুনানিতে ডাকার পর থেকেই আমার স্বামী খুব চিন্তা করছিল। ভাবছিল আমাকে বাংলাদেশে নিয়ে চলে যাবে। বারবার বলছিল পাগলি তোমাকে মনে হয় বাংলাদেশে নিয়ে যাবে। আমি বলি তুমি চিন্তা করো না। ওরা বাংলাদেশে নিয়ে যাবে না। তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। তারপরই ওর সঙ্গে কথা বলে সব ডকুমেন্ট নিয়ে ডোমকলে গিয়ে জমা দিলাম। কিন্তু ওকে কিছু জানাতে পারিনি।”
