AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nita Ambani: গোটা বিশ্ব দেখবে ভারত কী পারে! নিউইয়র্কে ‘ইন্ডিয়া উইকেন্ডের’ আসর বসিয়ে উচ্ছ্বসিত নীতা অম্বানি

Nita Ambani: ১২ সেপ্টেম্বর 'দ্য গ্রেট ইন্ডিয়ান মিউজিক্যাল: সিভিলাইজেশন টু নেশন'-এর মার্কিন প্রিমিয়ারের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে। এই সঙ্গীত নাটকটি পরিচালনা করেছেন বিখ্যাত নাট্য পরিচালক ফিরোজ আব্বাস খান। অংশ নিচ্ছেন শতাধিক নামজাদা শিল্পী।

Nita Ambani: গোটা বিশ্ব দেখবে ভারত কী পারে! নিউইয়র্কে 'ইন্ডিয়া উইকেন্ডের' আসর বসিয়ে উচ্ছ্বসিত নীতা অম্বানি
মুকেশ অম্বানি ও নীতা অম্বানিImage Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 22, 2025 | 10:33 PM

কলকাতা: ভারতের ঐতিহ্য, ভারতীয় শিল্প, সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে বড় উদ্যোগ নিয়ে ফেলেছে নীতা-মুকেশ অম্বানি কালচারাল সেন্টার (NMACC)। মার্কিন মুলুকে ‘ইন্ডিয়া উইকেন্ড’ আয়োজন করছেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ অম্বানির স্ত্রী নীতা অম্বানি। ১২-১৪ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটিতে চলবে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার ইন্ডিয়া উইকএন্ড’-এর ফার্স্ট এডিশন। বসছে সঙ্গীত, থিয়েটার, ফ্যাশন, রান্না থেকে শিল্পকলার এক বিরাট আসর। গোটা বিশ্বের দরবারে তুলে ধরা হবে ভারতের সব সেরা সেরা কাজ। আমেরিকার বিখ্যাত লিংকন সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসেই মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

১২ সেপ্টেম্বর ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মিউজিক্যাল: সিভিলাইজেশন টু নেশন’-এর মার্কিন প্রিমিয়ারের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে। এই সঙ্গীত নাটকটি পরিচালনা করেছেন বিখ্যাত নাট্য পরিচালক ফিরোজ আব্বাস খান। অংশ নিচ্ছেন শতাধিক নামজাদা শিল্পী। এই জমকালো উপস্থাপনায় সিন্ধু সভ্যতা থেকে ১৯৪৭ সালের স্বাধীনতা পর্যন্ত ভারতের ৫০০০ বছরের ইতিহাসের যাত্রা সঙ্গীত, নৃত্য, নাটকের হাত ধরে প্রদর্শিত হবে। ভারতীয় প্রতিভার পাশাপাশি, অন্যান্য আন্তর্জাতিক শিল্পীরাও এই অনুষ্ঠানের অংশ হিসাবে থাকছেন বলে জানা যাচ্ছে। 

গোটা উদ্যোগে স্বভাবতই উচ্ছ্বসিত NMACC-র প্রতিষ্ঠাতা তথা রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা অম্বানি নিজেও। হাসিমুখেই বলছেন, “আমরা প্রথমবারের মতো নিউ ইয়র্ক সিটিতে ‘ইন্ডিয়া উইকেন্ড’ আনতে পেরে খুবই রোমাঞ্চিত। এই অনুষ্ঠানটি ভারতের শিল্প থেকে সঙ্গীত, নৃত্যের পরিবেশনা যেমন থাকছে তেমনই ফ্যাশন এবং খাবারের বিশাল আয়োজন থাকছে। আমরা চাইছি, গোটা বিশ্ব ভারতে জানুক। আমাদের লক্ষ্যই হল বিশ্বের কাছে ভারতের মহত্ত্ব তুলে ধরা।”