Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Unrest: বাংলাদেশে কোনও আইন-শৃঙ্খলা নেই, বলছে ঢাকা বিশ্বাবিদ্যালয়ের পড়ুয়ারই, চাপ বাড়ছে ইউনূসের

Bangladesh Unrest: সম্প্রতি একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে বাংলাদেশে। এসেছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। সম্প্রতি ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তাল হয় বাংলাদেশ। তা নিয়েই জোর চর্চা সে দেশের প্রশাসনিক মহলের অন্দরে।

Bangladesh Unrest: বাংলাদেশে কোনও আইন-শৃঙ্খলা নেই, বলছে ঢাকা বিশ্বাবিদ্যালয়ের পড়ুয়ারই, চাপ বাড়ছে ইউনূসের
উত্তাল বাংলাদেশ Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2025 | 5:03 PM

কলকাতা: উত্তাল বাংলাদেশ। ধর্ষণের প্রতিবাদে দেশজুড়ে রাতভর চলছে বিক্ষোভ। রবিবার সকালেও ঢাকার রাস্তায় ছাত্রীদের বিরাট মিছিল দেখা যায়। ছাত্রীদের মিছিলে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্ত্বর। বাংলাদেশে কোনও আইন-শৃঙ্খলা নেই, বলছে ঢাকা বিশ্বাবিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রীরা। রবিবার লাঠি মিছিলে অংশ নেন সকলে। বাংলাদেশের মাটিতে ধর্ষকদের কোনও ঠাঁই নেই। এই মর্মে উঠল স্লোগান।

সম্প্রতি একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে বাংলাদেশে। এসেছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। সম্প্রতি ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তাল হয় বাংলাদেশ। আন্দোলনকারীদের দাবি, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য এই অবস্থা! তাই সেদিকে আগে নজর দেওয়া উচিত সরকারের। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে মিছিল শুরু হয়। মিছিলে পা মেলাতে দেখা যায় প্রচুর পড়ুয়াকে। 

প্রসঙ্গত, হাসিনার দেশত্যাগের পর থেকেই বাংলাদেশে অশান্তির মাত্রা একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। দাপট বেড়েছে কট্টরপন্থীদের। সীমান্ত সমস্যা থেকে আন্তর্জাতিক নানা ইস্যু, বারবার প্রশ্নের মুখে পড়েছে নতুন অন্তর্বতী সরকারের ভূমিকা। ভারতের সঙ্গেও সম্পর্কের অবনতি নিয়ে চর্চার অন্ত নেই। এমতাবস্থায় দেশের অভ্যন্তরেই আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যাওয়ায় ইউনূস সরকারের উপর চাপ আরও বাড়ছে বলেই মত ওয়াকিবহাল মহলের।