Bangladesh: গদি যায় যায় অবস্থা! ইউনূসকে বাঁচাতে এবার ঢাকার পথে নামছে সেই ছাত্ররাই…
Muhammad Yunus: আজ বিকেল ৩টেয় ঢাকার শাহবাগ থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছে। নির্দিষ্ট কোনও সংগঠনের তরফে এই মিছিলের ডাক না দেওয়া হলেও, এর পেছনে রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা, এমনটাই জানা যাচ্ছে ।

ঢাকা: অনাথ বাংলাদেশ। গণতান্ত্রিক দেশে নেই কোনও সরকার। দেশ চলছে অন্তর্বর্তী সরকারের কাঁধে ভর দিয়ে। সেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও ইস্তফা দিয়ে দেবেন? বাংলাদেশে এখন আলোচ্য বিষয় এটাই। তবে ইউনূস ইস্তফা দিক, এটা চান না অনেকেই। তাই আজ ঢাকায় বের হচ্ছে ইউনূসের জন্য মিছিল।
প্রধান উপদেষ্টা পদেই ইউনূসকে চান অনেকে। সেই দাবিতেই বাংলাদেশে আয়োজন করা হয়েছে “মার্চ ফর ইউনূসের”। দাবি, ৫ বছরের জন্য় মহম্মদ ইউনূসকে প্রধান পদে বসিয়ে জাতীয় সরকার গঠন করা হোক।
জানা গিয়েছে, আজ বিকেল ৩টেয় ঢাকার শাহবাগ থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছে। নির্দিষ্ট কোনও সংগঠনের তরফে এই মিছিলের ডাক না দেওয়া হলেও, এর পেছনে রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা, এমনটাই জানা যাচ্ছে । বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে আজকের এই মিছিলের খবর।
আজ ইউনূসের সঙ্গে বিকেল ৪টেয় বৈঠক রয়েছে বিএনপি ও জামাতের। তার আগেই দুপুর ৩টেয় “মার্চ ফর ইউনূস” এর ডাক নতুন মাত্রা এনে দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে।
প্রসঙ্গত, একাধিক ইস্যুতে বাংলাদেশে কোণঠাসা ইউনূস। নির্বাচনের জন্য প্রতিদিন তার উপরে চাপ বেড়েই চলেছে। এই মুহূর্তে পরিস্থিতি ঘুরিয়ে দিতেই এই “মার্চ ফর ইউনূস” এর ডাক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।





