AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলাদেশ নয়, যুদ্ধ হলে পাকিস্তানকে মদত দেবে ‘এই’ দেশ? দিনের আলোর মতো স্পষ্ট সবটা

Pakistan: মুখে পরমাণু হামলার হুমকি দিলেও, পাকিস্তান নিজেও জানে ভারতের সঙ্গে পেরে উঠবে না। তাই সাহায্যের হাত পেতেছে বন্ধু দেশের কাছে। আর পাকিস্তানের ডাকে সাড়া দিয়েই তাদের বন্দরে এসে ভিড়ল বিদেশি যুদ্ধ জাহাজ।

বাংলাদেশ নয়, যুদ্ধ হলে পাকিস্তানকে মদত দেবে 'এই' দেশ? দিনের আলোর মতো স্পষ্ট সবটা
পাকিস্তানে এল তুরস্কের যুদ্ধজাহাজ।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: May 05, 2025 | 7:05 AM
Share

ইসলামাবাদ: ঘুম উড়েছে নিয়ন্ত্রণ রেখার ওপারে। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তান ভয়ে মরছে যে ভারত যেকোনও মুহূর্তে প্রত্যাঘাত করতে পারে। মুখে পরমাণু হামলার হুমকি দিলেও, পাকিস্তান নিজেও জানে ভারতের সঙ্গে পেরে উঠবে না। তাই সাহায্যের হাত পেতেছে বন্ধু দেশের কাছে। আর পাকিস্তানের ডাকে সাড়া দিয়েই তাদের বন্দরে এসে ভিড়ল বিদেশি যুদ্ধ জাহাজ। কোন দেশের জাহাজ এটি?

নতুন বাংলাদেশের ‘বন্ধু’ হয়েছে পাকিস্তান। যুদ্ধ লাগলে পাকিস্তানের দিকেই ঝুঁকবে বাংলাদেশ, এমনটাই অনুমান করা হয়েছিল। তবে সমুদ্রপথে পাকিস্তানকে মদত দিতে বাংলাদেশ নয়, এগিয়ে এল তুরস্কের যুদ্ধ জাহাজ, টিসিজি বুয়ুকাডা। পাকিস্তানের সিন্ধে করাচী বন্দরে এসে ভিড়েছে এই যুদ্ধ জাহাজ। ভারত-পাকিস্তানের এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে তুরস্কের যুদ্ধ জাহাজ পাকিস্তানি বন্দরে আসা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

সূত্রের খবর, পাকিস্তানের ভয় ভারত আরব সাগর ও ভারত মহাসাগরের পথ বন্ধ করে দিতে পারে। সেই কারণেই তারা সাহায্য চেয়েছে তুরস্কের কাছ থেকে, আর তুরস্ক যুদ্ধ জাহাজ পাঠিয়ে পাশে থাকার বার্তা দিয়েছে। যদিও পাকিস্তান জানিয়েছে, তুরস্কের যুদ্ধ জাহাজ দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ও সামুদ্রিক সহযোগিতা মজবুত করতেই এসেছে।

তবে যেখানে ভারত পাকিস্তানের জন্য জলপথে দরজা বন্ধ করতেই পাকিস্তানও তাদের বন্দরে ভারতীয় জাহাজ আসতে দেবে না বলেছে, সেই সময়েই তুরস্কের যুদ্ধ জাহাজের করাচীতেও আসা মোটেও সাধারণ ঘটনা বলে দেখছে না সেনা এক্সপার্টরা। সূত্রের খবর, করাচীতে পাক নৌসেনার সঙ্গে বৈঠক করবে টিসিজি বুয়ুকাডায় থাকা তুরস্কের প্রতিনিধিরা।