আগেই বিতাড়িত ট্রাম্প! ৭০ হাজার ভক্তের অ্যাকাউন্টও বন্ধ করল টুইটার

ব্লগ পোস্টে টুইটারের পক্ষ থেকে লেখা হয়েছিল, গভীর ভাবে পর্যবেক্ষণ করেই ব্যান করা হয়েছে ট্রাম্পের অ্যাকাউন্ট।

আগেই বিতাড়িত ট্রাম্প! ৭০ হাজার ভক্তের অ্যাকাউন্টও বন্ধ করল টুইটার
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jan 12, 2021 | 2:18 PM

ওয়াশিংটন: মার্কিন ক্যাপিটলে হামলার পর উস্কানি দেওয়ার অভিযোগে ট্রাম্পের (Donald Trump) অ্যাকাউন্ট পাকাপাকি ব্যান করেছে টুইটার। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট যদি অন্য কোনও অ্যাকাউন্ট খোলেন, সেই অ্যাকাউন্টও ব্যান করার হুঁশিয়ারি দিয়েছে ডোরসের নেতৃত্বাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এবার হামলার সঙ্গে যুক্ত থাকা ৭০ হাজার অ্যাকাউন্ট ব্যান করে দিল টুইটার।

মার্কিন ক্যাপিটলে হামলায় উস্কানি দিয়েছেন ট্রাম্প। আর সেক্ষেত্রে তাঁর টুইটার অ্যাকাউন্টের প্রভাব অনেক। ফের যেন এই ঘটনা না ঘটে নিশ্চিত করতে হামলার দু’দিনের মাথায় , ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ী ভাবে ব্যান করেছিল টুইটার। ব্লগ পোস্টে টুইটারের পক্ষ থেকে লেখা হয়েছিল, গভীর ভাবে পর্যবেক্ষণ করেই ব্যান করা হয়েছে ট্রাম্পের অ্যাকাউন্ট। তারপর গত শুক্রবার থেকে একে একে ৭০ হাজার অ্যাকাউন্ট ব্যান করেছে টুইটার।

আরও পড়ুন: পার পেলেন না পূর্বসূরিরাও! চিড়িয়াখানায় ‘করোনা আক্রান্ত ৮ গোরিলা’

এই ব্যান হওয়া ৭০ হাজার অ্যাকাউন্টের মধ্যে এমনও অ্যাকাউন্ট রয়েছে, যা একজন ব্যক্তিরই নিয়ন্ত্রণে। আর এই অ্যাকাউন্ট দিয়েই ক্রমাগত শেয়ার হয়েছে ট্রাম্পের বার্তা। তাই বেশ কয়েকটি অ্যাকাউন্টকেও পাকাপাকি বন্ধ করেছে টুইটার। তবে টুইটার ট্রাম্পকে ব্যান করার পর অবশ্য হুঙ্কার ছেড়ে ট্রাম্প জানিয়েছিলেন, নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম তৈরি করবেন তিনি।