Twitter: সত্যিই ‘ফ্রি’-র জমানা শেষ হল টুইটারে, ‘ব্লু টিক’ কিনতে খরচ হবে ৮ ডলার! কোন ফোনে এল আপডেট?
Twitter Blue: মাইক্রোব্লগিং সাইটে বলা হয়েছে, "আজ থেকে আমরা টুইটার ব্লু-এ নতুন ফিচার্স যোগ করছি। আরও কিছু পরিবর্তন আসতে চলেছে। যদি এখন আপনারা সাইন আপ করেন, তবে টুইটার ব্লু-র পরিষেবা পাওয়া যাবে প্রতি মাসে মাত্র ৭.৯৯ ডলারে।"
সান ফ্রান্সিসকো: সম্প্রতিই ইলন মাস্ক জানিয়েছিলেন, টুইটার ব্যবহার করার জন্য টাকা লাগবে। ব্লু টিক বা অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য প্রতি মাসে ৮ ডলার খরচ করতে হবে। শনিবার থেকেই চালু হয়ে গেল সেই নিয়ম। বিভিন্ন দেশের ব্যবহারকারীদের কাছেই অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য টাকা দেওয়ার আপডেটের নোটিফিকেশন দেখানো হচ্ছে, এমনটাই জানা গিয়েছে।
টুইটার সংস্থার মালিকানা অধিগ্রহণের পরই ইলন মাস্ক একাধিক পরিবর্তন আনার কথা বলেছিলেন মাইক্রো ব্লগিং সাইটে। তার মধ্যে অন্যতম ছিল টুইটার ব্য়বহারের আর ‘ফ্রি’ থাকবে না। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য দিতে হবে টাকা। চলতি সপ্তাহেই ইলন মাস্ক নিজেও সেই কথা ঘোষণা করেন টুইটে। জানান, এবার থেকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন বা অথেনটিকেশন, যার মাধ্যমে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে ‘নীল টিক’ যুক্ত হয়, তার জন্য প্রতি মাসে ৮ ডলার খরচ করতে হবে।
জানা গিয়েছে, বর্তমানে আইওএস অর্থাৎ আইফোনেই টুইটারের এই নতুন আপডেট এসেছে। আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড ও ব্রিটেনের আইওএস ব্যবহারকারীদের কাছে আপডেট এসেছে অ্যাকাউন্ট অথেনটিকেশনের। জানানো হয়েছে, অ্যাকাউন্ট অথেনটিকেশনের জন্য প্রতি মাসে ৮ ডলার দিতে হবে।
Twitter will soon add ability to attach long-form text to tweets, ending absurdity of notepad screenshots
— Elon Musk (@elonmusk) November 5, 2022
মাইক্রোব্লগিং সাইটে বলা হয়েছে, “আজ থেকে আমরা টুইটার ব্লু-এ নতুন ফিচার্স যোগ করছি। আরও কিছু পরিবর্তন আসতে চলেছে। যদি এখন আপনারা সাইন আপ করেন, তবে টুইটার ব্লু-র পরিষেবা পাওয়া যাবে প্রতি মাসে মাত্র ৭.৯৯ ডলারে।”
টুইটারের তরফে বলা হয়েছে, “টুইটার চেকমার্ক: সাধারণ মানুষকে ক্ষমতা দেবে। আপনার অ্যাকাউন্টও সেলিব্রেটি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন কোম্পানির মতো নীল চেকমার্ক পাবে।”
আসন্ন দিনে টুইটারের তরফে আরও কী কী নতুন ফিচার্স আনা হচ্ছে, সে বিষয়েও জানানো হয়েছে। বলা হয়েছে, “আরও ফিচার্স আসছে… বিজ্ঞাপন অর্ধেক হয়ে যাবে এবং পরিষেবা আরও ভাল হবে। আপনারা টুইটারকে বটের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করছেন, আমরা আপনাদের উপহার হিসাবে অর্ধেক বিজ্ঞাপন দেখানো হবে এবং বিজ্ঞাপনের প্রাসঙ্গিকতাও দ্বিগুণ হয়ে যাবে।”
আরও বলা হয়েছে, “আরও দীর্ঘ ভিডিয়ো পোস্ট করুন: এবার থেকে আপনারা দীর্ঘ ভিডিয়োও টুইটারে পোস্ট করতে পারবেন। ভাল বিষয়বস্তুকে অগ্রগণ্যতা দেওয়া হবে: আপনার কনটেন্ট বা বিষয়বস্তু রিপ্লাই, মেনশন ও সার্চে ভাল র্যাঙ্কিং পাবে। এতে স্ক্যাম, স্প্যাম ও বট দেখানো অনেকটাই কমে যাবে।”