AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Imran Khan Arrest Update: ইমরানের গ্রেফতারির প্রতিবাদ, বিক্ষোভের আগুন ছড়াল আমেরিকা-ব্রিটেনেও, জারি সতর্কতা

Travel Advisory: পাকিস্তানে বসবাসকারী ভিন দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আমেরিকা, ব্রিটেন ও কানাডার তরফে পাকিস্তানে বসবাসী নিজেদের দেশের নাগরিক ও কূটনৈতিক প্রতিনিধিদের সতর্ক থাকার কথা বলা হয়েছে।

Imran Khan Arrest Update: ইমরানের গ্রেফতারির প্রতিবাদ, বিক্ষোভের আগুন ছড়াল আমেরিকা-ব্রিটেনেও, জারি সতর্কতা
বিক্ষোভের আগুনে জ্বলছে পাকিস্তান। ছবি:PTI
| Edited By: | Updated on: May 10, 2023 | 10:25 AM
Share

ইসলামাবাদ: জমি দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তাঁর গ্রেফতারির (Imran Khan Arrest) খবর প্রকাশ হতেই বিক্ষোভের আগুন জ্বলছে পাকিস্তানে (Pakistan)। মঙ্গলবার দিনভর ইসলামাবাদ থেকে শুরু করে লাহোর, রাওয়ালপিন্ডি, করাচি, কোয়েটা সহ একাধিক শহরে ইমরান খানের গ্রেফতারির প্রতিবাদে পথে নামেন পিটিআই(PTI)-য়ের কর্মী-সমর্থকরা। শুধু পাকিস্তানের অন্দরেই নয়। আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন, কানাডা, একাধিক দেশেও পাকিস্তানি নাগরিকরা ইমরান খানের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন। রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ায় আমেরিকা, ব্রিটেন ও কানাডার তরফে জারি করা হয়েছে ভ্রমণ সংক্রান্ত সতর্কতা।

মঙ্গলবারই ইসলামাবাদ আদালত থেকে আল কাদির ট্রাস্ট জমি দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (National Accountability Bureau)। তাঁর গ্রেফতারির পরই গোটা পাকিস্তান জুড়ে অশান্তি শুরু হয়। ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে পথে নামেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মী-সমর্থকরা। অশান্তির আগুন ছড়িয়ে পড়ে লাহোর, করাচি, পেশোয়ার, রাওয়ালপিন্ডি, কোয়েটা, পঞ্জাব প্রদেশ অবধি।  বিক্ষোভকারীদের সামাল দিতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ব্যবহার করে। পরিস্থিতি সামলাতে পরে সেনাও নামানো হয়। সেনার সঙ্গে সংঘর্ষে কমপক্ষে একজনের মৃত্য়ু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন প্রায় শতাধিক বিক্ষোভকারী।

এই পরিস্থিতিতে পাকিস্তানে বসবাসকারী ভিন দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আমেরিকা, ব্রিটেন ও কানাডার তরফে পাকিস্তানে বসবাসী নিজেদের দেশের নাগরিক ও কূটনৈতিক প্রতিনিধিদের সতর্ক থাকার কথা বলা হয়েছে। মার্কিন দূতাবাসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, পাকিস্তানে সেনা ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার উপরে নজর রাখা হচ্ছে।আগামী ১০ মে মার্কিন দূতাবাসে যে কাউন্সিলর নিয়োগের কথা ছিল, তাও রাজনৈতিক অস্থিরতার কারণে বাতিল করে দেওয়া হয়েছে। মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন ও ভিড় জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্রিটেনের তরফেও তাদের নাগরিকদের যে কোনও রাজনৈতিক বিক্ষোভ, বড় জমায়েত বা অনুষ্ঠান এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের দিকে নজর রাখতে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরের পরামর্শও দেওয়া হয়েছে।

কানাডা প্রশাসনের তরফেও অশান্তি, অপহরণ, সন্ত্রাসবাদ নিয়ে সতর্ক করা হয়েছে। নাগরিক ও কূটনীতিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলার পরামর্শ দেওয়া হয়েছে।