AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দূতাবাস থেকে বেরচ্ছে কালো ধোঁয়া, নামছে হেলিকপ্টারও! গোপন নথি নষ্টের নির্দেশ মার্কিন সেনাকে

সূত্রের খবর, আমেরিকার যাবতীয় পতাকা, চিহ্ন বা অন্যান্য সামগ্রী যা ব্য়বহার করে বিশ্বের কাছে ভুল বার্তা পাঠানো যায়, এমন সমস্ত সামগ্রীই নষ্ট করে ফেলতে বলা হয়েছে।

দূতাবাস থেকে বেরচ্ছে কালো ধোঁয়া, নামছে হেলিকপ্টারও! গোপন নথি নষ্টের নির্দেশ মার্কিন সেনাকে
ধোঁয়া বের হচ্ছে মার্কিন দূতাবাস থেকে। ছবি:PTI
| Edited By: | Updated on: Aug 15, 2021 | 4:04 PM
Share

কাবুল: আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করেছে তালিবানরা। যে কোনো মুহূর্তে প্রেসিডেন্ট আসরাফ ঘানির হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে পারে তালিবানরা। এই পরিস্থিতিতে আফগানিস্তান থেকে মার্কিন নাগরিকদের ফেরানো হচ্ছে। পাশাপাশি মার্কিন দূতাবাসের যাবতীয় গোপন তথ্য়ও নষ্ট করে দিচ্ছে মার্কিন সেনারা, এমনটাই সূত্রের খবর।

কাবুলেও তালিবান আধিপত্য বিস্তার হবে, এই আশঙ্কা সৃষ্টি হতেই মার্কিন সেনাদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, “জরুরি পরিস্থিতিতে ধ্বংসাত্বক নীতি” অনুসরণ করে দূতাবাসের যাবতীয় গোপন নথি যেন সম্পূর্ণরূপে নষ্ট করে দেওয়া হয়। মার্কিন দূতাবাসের কর্মীদেরও এই কাজে সাহায্যের হাত লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, আমেরিকার যাবতীয় পতাকা, চিহ্ন বা অন্যান্য সামগ্রী যা ব্য়বহার করে বিশ্বের কাছে ভুল বার্তা পাঠানো যায়, এমন সমস্ত সামগ্রীই নষ্ট করে ফেলতে বলা হয়েছে। পাশাপাশি দূতাবাসে মার্কিন নাগরিক এবং আফগান ও মার্কিন সরকারের যাবতীয় নথিও নষ্ট করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানান, বিশ্বের যে কোনও প্রান্তেই এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে আমাদের উপস্থিতির যাবতীয় প্রমাণ মিটিয়ে দিতেই এই নীতি অনুসরণ করা হয়। কাবুলেও একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। অ্যাসোসিয়েট প্রেসের তথ্য অনুযায়ী, বিমানবন্দরে যাওয়ার পথে বিপদের সম্মুখীন হতে পারে, এই আশঙ্কায় দূতাবাসের কর্মী ও কূটনৈতিকরা রাস্তা এড়িয়ে যাচ্ছেন। তারা সকলেই দূতাবাসে আশ্রয় নিয়েছেন। এ দিন সকালে দূতাবাস থেকে কালোে ধোঁয়া বের হতে দেখা যাওয়ার পরই কাবুলে মার্কিন দূতাবাসের ছাদে একাধিক হেলিকপ্টার অবতরণ করতে দেখা গিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, মার্কিন কূটনীতিবিদ ও নাগরিকদের আফগানিস্তান থেকে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনার জন্য পাঁচ হাজার সেনা পাঠানো হয়েছে। আমেরিকার এই উদ্যোগে যদি তালিবান কোনও বাধা দেয়, তাহলে ফল ভাল হবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকিনও আফগান প্রেসিডেন্ট আসরাফ ঘানি ও অন্যান্য আধিকারিকরদের সঙ্গে কথা বলেছেন।

গতকালই আফগান প্রেসিডেন্ট আসরাফ ঘানিও আফগানবাসীকে আশ্বাস দিয়ে বলেছেন যে, বিগত ২০ বছরে ফিরে পাওয়া গৌরব এত সহজে হারাতে দেবেন না তিনি। দেশের সেনাবাহিনীকে নিজেদের অবস্থানে ফেরানোই যে মূল লক্ষ্য, সে কথাও সাফ জানিয়েছেন ঘানি। আফগানবাসীকে আর মরতে দেবেন না, এমন কথাও বলেছেন তিনি। আরও প়ডুন: চারপাশ থেকে রাজধানীতে প্রবেশ করছে তালিবান, কাবুলের পতন শুধু্‌ই সময়ের অপেক্ষা!