Donald Trump: পর্ন তারকার সঙ্গে ‘কেচ্ছা’ ঢাকতে ঘুষ! মামলা আদালতে যেতেই ভয়ঙ্কর দাবি করলেন ট্রাম্প
Hush Money Case: বৃহস্পতিবার রাতেই ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ'-এ দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা। নিউইয়র্কে তিনি নিরপেক্ষ বিচার পাবেন না বলেও দাবি করেন।
ওয়াশিংটন: ক্রমশ অস্বস্তি বাড়ছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। নাম জড়িয়েছে পর্ন তারকার সঙ্গে। প্রেসিডেন্টের দৌড়ে নাম লেখানোর ঠিক পরেই এমন বিতর্ক তৈরি হয়েছে যে সেই মামলা আদালত অবধি গড়িয়েছে। অভিযোগ উঠেছে, পর্ন তারকার সঙ্গে অবৈধ সম্পর্ক ধামাচাপা দেওয়ার জন্য বিপুল পরিমাণ টাকা ঘুষ (Hush Money)n দিয়েছিলেন ট্রাম্প। আগামী মঙ্গলবার এই মামলায় আদালতে হাজিরা দেবেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। তবে আদালতে হাজিরা দেওয়ার আগেই ফের বিস্ফোরক ট্রাম্প। তাঁর দাবি, বিচারপতিরা তাঁকে ঘৃণা করেন।
২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের সময় যাতে সেই সম্পর্ক যাতে ফাঁস না হয়, তার জন্য স্টর্মি ড্যানিয়েলসকে ১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার দিয়েছিলেন মুখ বন্ধ রাখার জন্য। বৃহস্পতিবার নিউ ইয়র্কের গ্র্যান্ড জুরি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলায় তদন্তের নির্দেশ দেন। এই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলার তদন্ত করা হচ্ছে। আগামী মঙ্গলবার তাঁকে নিউইয়র্কের আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের আইনজীবী জো টাকোপিনা নতুন একটি প্রচার শুরু করেছেন। তাঁর মক্কেল অপরাধমূলক মামলায় কোনও আবেদনেই রাজি হবেন না। বৃহস্পতিবার রাতেই ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ’-এ দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা। নিউইয়র্কে তিনি নিরপেক্ষ বিচার পাবেন না বলেও দাবি করেন। নিউ ইয়র্ক আদালতের বিচারপতি জুয়ান মেরচানের সঙ্গে তাঁর শত্রুতা রয়েছে বলেও জানান।