Crime Scene: বিবাহবিচ্ছেদ চাইছেন স্ত্রী, গুলি করে পরিবারের ৭ জনকে হত্যা স্বামীর
USA: এনোচ শহরের বাসিন্দা মাইকেল হাইট নামের ৪২ বছরের এক ব্যক্তি জানিয়েছেন, প্রমাণ বলছে গুলি করে সাত জনকে হত্যা করে আততায়ী নিজেকে গুলি করেছেন।
উটাহ: গুলি চালিয়ে পরিবারের সাত জনকে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মৃতদের মধ্যে রয়েছে পাঁচ জন কমবয়সি। পরিবারের লোকেদের খুন করার পর অভিযুক্ত ব্যক্তি নিজেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন। আমেরিকার উটাহের এনোচ শহরে ঘটেছে এই মর্মান্তিক খুনের ঘটনা। বৃহস্পতিবার এই ঘটনার কথা জানিয়েছে মার্কিন পুলিশ। সে দেশের পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির স্ত্রী সম্প্রতি বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন। তার পরই এই ঘটনা ঘটিয়েছেন ওই ব্যক্তি। মার্কিন পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার এনোচ শহরের একটি বাড়িতে আট জনের দেহ উদ্ধার করা হয়েছে। গুলি চালনার জেরেই সকলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্য রয়েছে ৫ জন কমবয়সি। তাঁদের এক জনের বয়স চার বছর।
এনোচ শহরের বাসিন্দা মাইকেল হাইট নামের ৪২ বছরের এক ব্যক্তি জানিয়েছেন, প্রমাণ বলছে গুলি করে সাত জনকে হত্যা করে আততায়ী নিজেকে গুলি করেছেন। এনোচের মেয়র জিওফ্রে চেসনাট জানিয়েছেন, দাম্পত্য সমস্যার জেরেই এই গুলিচালনার ঘটনা। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “আদালতের তথ্য অনুযায়ী ২১ ডিসেম্বর বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন আততায়ীর স্ত্রী।” পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন আততায়ীর স্ত্রী, মা এবং তাঁদের পাঁচ সন্তান। তাঁদের সন্তানদের বয়স ৪ থেকে ১৭ বছরেরক মধ্য বলে জানিয়েছে পুলিশ।
এনোচ খুব ছোট্ট একটি শহর। উটাহের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই শহরে মাত্র সাড়ে সাত হাজার লোকের বাস। সল্টলেক সিটি থেকে এখানে যেতে সময় লাগে মাত্র সাড়ে তিন ঘণ্টা। এই শহরের বাসিন্দারা একে অপরকে চেনেন বলে জানিয়েছেন ওই শহরের মেয়র। ওই মৃত পরিবারের এক প্রতিবেশী বলেছেন, “হাইট আমার প্রতিবেশী ছিলেন। তাঁদের ছোট ছেলে আমাদের বাগানে আমার ছেলের সঙ্গে খেলত।” পুলিশ জানিয়েছ, এই হত্যার সঙ্গে বাইরের কারও যোগ নেই। পরিবারের লোকের হাতেই মৃত্যু হয়েছে বাকিদের।